আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
56 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (8 points)
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার আম্মুর একটি গোপন অসুখ আছে।ঔষধে সারেনা মদ খেলে নাকি সারতে পারে ইনশাআল্লাহ। ঔষধ হিসেবে মদ খাওয়া যাবে কিনা।
#গোপন রোগ তাই আম্মু এটা আমাকে বলেন নি।তিনি ফোন ইউস করতে ও পারেন না।
by (8 points)
প্রশ্নটি অতিজুরুরি তাই অতি শ্রীগরি উত্তরটি দিলে উপকৃত হবো ইনশাআল্লাহ 

1 Answer

0 votes
by (712,400 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যে কোনো প্রকার হারাম জিনিষকে চিকিৎসা স্বরূপ ব্যবহার হারাম ও নাজায়েয হিসেবেই বিবেচিত হবে। তবে যদি অসুস্থতা ধ্বংসাত্মক পর্যায়ের হয়, অথবা অসহনীয় পর্যায়ের কোনো অসুস্থতা হয়, এবং পাশাপাশি মুসলমান কোনো ডাক্তার যদি পরামর্শ প্রদাণ করে যে, এই অসুস্থতায় হালাল জিনিষ দ্বারা কোনো চিকিৎসা নেই। অন্যদিকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এটা প্রায় নিশ্চিত থাকে যে,এই রোগের শে'ফা  একমাত্র উক্ত হারামেই নিহিত আছে। তাহলে জরুরত পর্যন্ত হারাম জিনিষ দ্বারা তখন চিকিৎসা গ্রহণ করা বৈধ হবে।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 210):
"اختلف في التداوي بالمحرم، وظاهر المذهب المنع كما في رضاع البحر، لكن نقل المصنف ثمة وهنا عن الحاوي: وقيل: يرخص إذا علم فيه الشفاء ولم يعلم دواء آخر كما رخص الخمر للعطشان، وعليه الفتوى.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...