বিসমিহি তা'আলা
জবাব:-
মুহতারাম আপনার প্রেরণকৃত তথ্যর ভিত্তিতে 'সালসিলায়ে আহাদিসে সহিহাহ' নামক কিতাবে উক্ত হাদিস খুঁজে পাইনি।
সঠিকভাবে তথ্য দিন।
উক্ত গুণ গুলো খুবই ভালো।এবং একজন মুসলিম মহিলার জন্য এটা অপরিহার্য।বিভিন্ন হাদীসে এই গুণ গুলোর অালোচনা এসেছে।দ্বিতীয় প্রকার গুণ আসলে মানুষের হাতে নেই বরং সেটা তাকদীরের বিষয়।মহিলাদের জন্য এই গুণ গুলো থাকবে। এতে কষ্ট লাগার কি অাছে কি?
সম্ভবত ঘনঘন সন্তান প্রসবের কথাটা আপনার কাছে লেগেছে।মূলত আল্লাহ তা'আলা এই পৃথিবীকে আবাদ করার জন্য এবং উনার ইবাদতের জন্য মানুষ কে প্রেরণে করেছেন।
সুতরাং সন্তান প্রসব করার দ্বারা উম্মতে মুহাম্মদি বাড়বে।পৃথিবীকে আবাদকারী বাড়বে।এটাই তো নিয়ম এবং বাস্তবতা।
যার যত সন্তান হবে এবং সন্তানগুলোকে মানুষ হিসেবে গড়ে তুলবে সেই তো ভবিষ্যতে সুখে শান্তিতে বসবাস করবে।
স্বামীর সাথে প্রেম বিনিময় করা তো সাংসারিক জীবনের সূখ শান্তির জন্য অপরিহার্য একটা বিষয়।যে সংসারে স্বামী-স্ত্রী র মধ্যকার প্রেমপূর্ণ সম্পর্ক থাকবে না,সেটা কি কখনো বাস্তবিক অর্থে কোনো সংসার হতে পারে।
আল্লাহ তা'আলা আমাদের নারীদেরকে উক্ত গুণ সমূহে গুণানিত্ব হওয়ার তাওফিক দান করুক আমীন।
পরামর্শ প্রদাণে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.