আসসালামু আলাইকুম হুজুর,
পারিবারিক বিষয়ে একটু শরয়ী দিক-নির্দেশনা চাচ্ছি!
উস্তাদ, আমার লেখাটা পুরোটা পড়বেন ইন শা আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই।
__________
আমার আব্বু সম্পদ ধ্বংস করে খুব, সে ছোট থেকেই দেখতেছি দাদার থেকে প্রাপ্ত বড় বড় বাড়ি, জমি বিক্রি করে মদ, জুয়া, জিনা এসবের পিছনে টাকা নষ্ট করছে!
এখনও করছে, কিন্তু আমরা বড় হয়েছি তাই সামনাসামনি করতে পারে না, কারণ তার সামনে আমরা বাধা হয়ে দাড়াই, তাই তিনি লুকিয়ে জায়গা জমি বিক্রি করে একটু একটু করে টাকা এনে এনে মেয়েদের পিছনে + আরও যাবতীয় উল্টো পাল্টা কাজে খরচ করে ফেলে। উনার নিয়ত হলো, যতদিন তিনি বাঁচবেন সম্পদ বিক্রি করে করে মজা করে কবরে চলে যাবেন, আমাদের কিছুই দিয়ে যাবেন না।
(উনি অন্য জগতের ঘোরে আটকে আছে, যেখানে নাই কোনো দুনিয়াদারি, নাই কোনো দ্বীনদারি , আছে শুধু টাকা দিয়ে মজ আর মাস্তি। সংসারের ঠিক মত খেয়াল রাখে না, মায়ের প্রতি জুলুম করে আর্থিক, মানসিক, আগের শারীরিক করতো; এখন আমাদের ভয়ে আম্মুর শরীরে আঘাত করতে পারে না।)
যখন ছোট থাকতাম তো তখন তো এতকিছু বুঝতাম না, যখন আমরা দুই ভাই বড় হলাম তখন থেকেই আব্বুকে এসব বিষয়ে মানা করতাম, কিন্তু উল্টো আমাদের সাথে, আম্মুর সাথে খারাপ ব্যবহার, মারামারি করেন।
(প্রায়) অনেকবার বাসা থেকে বেরও করে দিয়েছিল, আবার অনেকবার আমরা নিজেরাই বের হয়ে গেছিলাম, দেখেছিলাম উনি ভালো হন কিনা আমাদেরকে কাছে না পেয়ে, কিন্তু লাভ হয়নি।
তাই, আমি চাচাদের সরণাপন্ন হয়েছিলাম, তারাও কিছু করতে পারেনি, আমার আব্বু তাদের সাথেও বেয়াদবি করেছে, তাদের নামে কুৎসা রটিয়েছে, এজন্য তারা ভয়ে আর আমাদের এসব বিষয়ে নাক গলাতে চায় না। আমার আব্বুকে আমার দুই বড় চাচা দুবার রিহাবেও পাঠিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন আমার চাচারা আমাদের বলতেছে আমাদের নিজের ব্যবস্থা নিজেই করে নিতে। কিন্তু আমরা তো ছেলে আমরা কী করতে পারবো? বাবা মা সম্মানের পাত্র, তাদের অনেক সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা।
যেহেতু বাবা মার সাথে উচুঁ গলায় কথা বলা যায় না, তাই আমি আল্লাহর ভয়ে চুপ থাকার চেষ্টা করি।
আগে দীন বুঝতাম না, তারপর আল্লাহ আমাকে দ্বীনের বুঝ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার চুপ থাকা আমার আম্মু পছন্দ করেন না, আম্মু বলেন আমি নাকি মরা হয়ে গেছি, অধিকার আদায়ে সোচ্চার হচ্ছি না।
আমাদের সম্পত্তি বলতে এখন শেষ সম্বল থাকার বাড়িটাই আছে।
১. উস্তাদ, এখন আমার জন্য করণীয় কী? একটু নসিহত করবেন? আমরা (আম্মু, ছোট ভাই, আমি) কি আব্বুর সম্পত্তির আশা ছেড়ে দিবো? উনি যেভাবে ইচ্ছা সেভাবেই খরচ করুক। আমি মানসিকভাবে অনেক আগেই সম্পত্তির আশা ছেড়ে দিয়েছি, কিন্তু আমার ভাই, আম্মু তারা মেনে নিবে না। আর এখন দেশের যে অবস্থা একটা বাড়ি ছাড়া থাকাও একটু কষ্টের।
এ বিষয়ে আমি কি করতে পারি উস্তাদ?
২. উস্তাদ, আমার আব্বু এখন চাচ্ছে বাজারে দোকান বিক্রি করে খরচ করবেন, কিন্তু আম্মু চাচ্ছে দোকান বিক্রি করে বাড়ি বানাতে! (আমাদের সম্পত্তি বলতে বসবাসের বাড়িটাই রয়েছে)
তো আমার এক বড় চাচা আম্মুকে বলেছে, আমার নামে ব্যাংকে একাউন্ট খুলে টাকা জমা রেখে বাড়ির কাজ করতে। এটা কি জায়েজ হবে? সম্পত্তি তো আব্বুর, আমরা যদি এভাবে হস্তক্ষেপ করি, এটা জায়েজ হবে?
আর ইসলামী ব্যাংকে একাউন্ট খুলা জায়িয?
৩. আমার আব্বু তো সম্পদ নষ্ট করে ফেলতেছে, এখন আব্বুকে যদি কোথাও জিম্মি বা বন্দী করে (যেমন রিহ্যাবে) সম্পত্তি (বাড়িটা) যদি আমাদের দু’ভাইয়ের নামে হেবা করা হয়, তাহলে এটা জায়েজ হবে?
আর একটা প্রাসঙ্গিক মাসআলা,
৪. মিরাসের হকদার আমার দাদি এখনও জীবিত, যদি কোনোক্রমে আমাদের দু ভাইয়ের নামে হেবা করা হয়, তারপর আমার আব্বু মারা যান, দাদী জীবিত থাকেন, তাহলে কি সেখান থেকে আমার দাদী মিরাস পাবে?
(এই প্রশ্নটা মাসআলা পরিষ্কার হবার জন্য)
*উস্তাদ, আমি জান্নাতে যেতে চাই, আমি চাই না এই সামান্য দুনিয়ার জন্য জাহান্নামে যেতে, আমি সেখানে এক মুহুর্তও থাকতে পারবো না, আমার ও আমার পরিবারের জন্য দুআ করবেন ইন শা আল্লাহ, উস্তাদ*