আসসালামু আলাইকুম,
আমাদের কলেজের একটি মসজিদ আছে। কলেজ থেকে ইমাম সাহেবের জন্য বরাদ্দ মাত্র ৪০০০ টাকা। এই সামান্য বেতনের কারনে দীর্ঘদিন কোন ভালো ইমাম সাহেব নেওয়া যাচ্ছিলো না। ফলে মসজিদে ঠিকমতো নামাজই হতোনা। তবে এখন কয়েকজন ভাই ফিকির করে একজন দ্বীন দরদী মুফতি সাহেবকে নিয়ে আসছেন। সমস্যা হলো মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন যে, মসজিদের বাইরে(রাস্তার পাশে) যে দান বাক্স থাকে সেখান থেকে ইমাম সাহেবের হাদিয়া দেওয়া যাবে না। সেখানে মানুষ নাকি মসজিদের নিয়ত করে দান করে। তাই সেই টাকা ইমাম সাহেবের হাদিয়া হিসেবে দেওয়া যাবে না। এমতাবস্থায় ইমাম সাহেবের বেতন দেওয়াটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, যেহেতু মসজিদটাতে কোন মহল্লা নেই। প্রশ্ন হলো দান বাক্সের টাকা থেকে সত্যিই কি ইমাম সাহেবের বেতন দেওয়া যায় না?