ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
স্পর্শ বা লজ্জাস্থানের দিকে দৃষ্টি প্রদানের সময় সহবাসের ইচ্ছা থাকতে হবে।নতুবা হুরমত হবে না।
স্পর্শ করার সময় উত্তেজিত হতে হবে। যদি স্পর্শ করার সময় কেউ উত্তেজিত না হয়, তাহলেও নিষিদ্ধতা প্রমাণিত হবে না। সেই সাথে স্পর্শ করার আগে বা শেষে, হাত ছেড়ে দেওয়ার আগে বা পর যদি উত্তেজনা অনুভূত হয় তাহলেও নিষিদ্ধতার সাব্যস্ত হবে না।
وفى الدر المختار- والعبرة للشهوة عند المس والنظر لا بعدهما
وفى رد المحتار- ( قوله : والعبرة إلخ ) قال في الفتح : وقوله : بشهوة في موضع الحال ، فيفيد اشتراط الشهوة حال المس ، فلو مس بغير شهوة ، ثم اشتهى عن ذلك المس لا تحرم عليه (رد المحتار-كتاب النكاح، فصل فى المحرمات-4/108)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু এখানে সহবাসের ইচ্ছা বা কামভাব ছিলনা, তাই হুরমত হবে না। আপনার বাবা মায়ের বিয়ের মধ্যে কোনো প্রকার সমস্যা হবে না। আপনার পক্ষ্য থেকে হুরমত হয় নাই।আপনার শাশুড়ির পক্ষ্য থেকে হয়েছে কি না? সেটা তো উনি বলবেন। যদি হয়ে থাকে, এবং তিনি না বলেন, তাহলে এর দায়ভার উনাকেই বহন করতে হবে।