ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
স্কুলের মধ্যে তখন স্যার থাকে না। তখন অনেক ছাত্ররা দুষ্টামি করে। অনেক সময় তারা বেঞ্চ উল্টে ফেলে। এরকম দুষ্টুমি আইনত অবৈধ।অনুচিৎ।বেচে থাকা অপরিহার্য।
(২)ক্লাসের মধ্যে পাশের জনের সাথে কথা বলা মানা। কিন্তু লেখাপড়া সম্পর্কিত অতি প্রয়োজনীয় বিষয় আলোচনা করা যাবে।তবে এমনিতেই টুকটাক কথা বলাকে পরিহার করতে হবে।
(৩)
মনে মনে করলেই তাওবাহ হয়ে যাবে।উচ্ছারণ করার কোনো প্রয়োজনিয়তা নাই।
(৪)
জ্বী,তাওবাহ করতে পারবেন।
(৫)
জ্বী,এটাই নিয়ম যে, সকল প্রকার গোনাহ থেকে তাওবাহ করা হবে।
(৬)
আপনি ক্লাস টাইমে খেতে পারবেন না। বরং সংক্ষেপে সুন্নত শেষ করে অতিদ্রুত টিপিন খেয়ে নিবেন।
(৭)
জ্বী, জায়েয।
(৮)
জ্বী, সকল প্রকার ভালো ও উত্তম কাজের সূচনাতে বিসমিল্লাহ বলা সুন্নত।