আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১. এক ছোটো ভাই ক্লাস ৯ টা থেকে ২ঃ৩০ পযন্ত । এখন দেখা যায় যে ৩ টার আগে যহর এর নামাজ পড়া হয় না। এই ভাবে ৩ বছর নামাজ জামাত ছাড়া পড়তে হবে। এখন সে ৫ ওয়াক্ত নামাজ জামাত এর সাথে পড়তে পারছে না। এখন এই জামাত ছাড়া নামাজ এর জন্য কি তাকে পরপারে হিসাব দিতে হবে ? এখন তার করণীয় কি ?
২.
আমাদের মসজিদে নামাজ শেষে সূরা ফাতিহা, সূরা ইখলাস,কবর জিয়ারত এর দোয়া, দরূদ পাঠ করে তারপর মোনাজাত করে , তারপর কেউ জিলাপি/খুরমা দেয় এটা কি মিলাদ হবে ? এটা বিদআত ?