আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আযানের জবাব দেয়ার ফযিলত তো জানি আলহামদুলিল্লাহ।এখন আমি যদি ইউটিউব/টিভি তে লাইভ সম্প্রচার এ মক্কায় মসজিদুল হারামে যখন আযান দেয়া হয় , তার জবাব দেই তাহলে কি আমি এক্ষেত্রেও আযানের জবাব দেয়ার ফযিলত লাভ করবো? ইউটিউবে একট চ্যানেলে লাইভ সম্প্রচার হয় সবসময়।আমি যদি সেখানকার আযানের সময় মিলিয়ে লাইভ দেখে জবাব দেই আমি কি সেই সওয়াব পাবো বাংলাদেশ এ থেকে?
নাকি এ সওয়াব পাবার জন্য সে স্থানে থাকা শর্ত হবে?
জানাবেন ইং শা আল্লাহ্