বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জ্বী, জ্বীনদের মধ্যে পুরুষ মহিলা রয়েছে।আল্লাহ তা'আলা এবং ফিরিশতা ব্যতিত প্রত্যেক জিনিষে আল্লাহ জোড়া জোড়া রেখেছেন।
(২)
মানুষ আর জ্বীন জাতির মধ্যে বিবাহ জায়েয নয়।
আল্লাহ তা'আলা বলেন,
وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।(সূরা আয-যারিয়াত-৪৯)
জ্বীনরা জীনদেরকে বিয়ে করবে।আর মানুষদেরকে বিয়ে করবে।
(৩)
আল্লাহ তা'আলা বলেন,
وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَـٰنِ إِنَاثًا ۚ أَشَهِدُوا خَلْقَهُمْ ۚ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ
তারা নারী স্থির করে ফেরেশতাগণকে, যারা আল্লাহর বান্দা। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? এখন তাদের দাবী লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে।(সূরা যুখরুফ-১৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ফিরিশতাদের মধ্যে পুরুষ মহিলা দ্বারা বিভাজ্য করা যাবে না।