ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আল্লাহ তা'আলা বলেন,
وَكُلُواْ وَاشْرَبُواْ حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّواْ الصِّيَامَ إِلَى الَّليْلِ
আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত।(সূরা বাকারা-১৮৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ইসলামিক ফান্ডেশন কর্তৃক নামায রোযার একটা স্থায়ী ক্যালেন্ডার ক্রয় করবেন।বা অনলাইন থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিবেন।
দেখবেন সেখানে যে যে টাইম দেয়া রয়েছে, সেই টাইম অনুযায়ী সেহরি ও ইফতার করবেন।
ফজরের ওয়াক্ত শুরুর পূর্বেই আপনাকে সেহরি সমাপ্ত করে নিতে হবে। ফজরের ওয়াক্ত শুরুর অনেক পরে ফজরের আজান দেয়া হয়। তাই ফজরের আজানের সাথে সেহরির কোনো সম্পর্ক নাই। ফজরের ওয়াক্ত শুরুর সাথেই মূলত সেহরির সম্পর্ক। সুতরাং আপনার এলাকায় যদি ফজরের ওয়াক্ত শুরুর সাথে সাথেই আজান হয়ে থাকে, (যেটা অবশ্যই সম্ভব না) তাহলে আপনার রোযা হয়েছে।নতুবা রোযা হয়নি।
(২)
জ্বী, গোনাহ হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/89440