আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
119 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (35 points)
edited by
আসসালামু আলাইকুম উস্তায

১) এক বোন জানতেন না যে রুকু শেষ করে দাঁড়িয়ে তাকবীরে তাহরীমা( আল্লহু আকবার ) বলতে হয় না বরং রুকু শেষ করে সরাসরি সামিয়াল্লহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াতে হয় ।

এতো বছর যাবৎ খুব সম্ভবত তিনি প্রতিটা স্বালাতেই রুকু হতে দাঁড়িয়ে তাকবীরে তাহরীমা বলে সামিয়াল্লহু লিমান হামিদাহ বলতেন।
(কবে থেকে এভাবে পড়ছেন সেটাও ওনার মনে পড়ছে না)

প্রশ্ন হচ্ছে... ওনার স্বালাত কি হয়েছে? পুনরায় পড়তে হবে?!
গুনাহ হয়েছে? ওনি জানতেনও না ওনার দ্বারা এই ভুলটা এতোদিন হয়ে আসছে।

২)
কেউ যদি তার মোহর হিসেবে নিম্নোক্ত চারটি বিষয় নেই তবে কি তা নিতে পারবে ইন শা আল্লহ ?
১. সূরা মূলক হিফজ
২. সূরা নূর অর্থসহ হিফজ
৩. আমৃত্যু দ্বীনের পথে চলার জন্যে জান্নাতের সঙ্গী হয়ে থাকা

৪. পাত্রের সামর্থ্যনুযায়ী মহর

1 Answer

0 votes
by (64,500 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ 

https://ifatwa.info/22995/ নং ফাতাওয়াতে আমরা বলেছি যে,

সর্বনিম্ন মহর ১০ দিরহাম হতে হবে।

 

হাদীস শরীফে এসেছে- আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন,

«لَا يَكُونُ الْمَهْرُ أَقَلَّ مِنْ عَشَرَةِ دَرَاهِمَ».

 মোহর দশ দিরহামের কমে হবে না। (বুলুগুল মারাম, ১০৩৪)

 

বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম।

০১ দিরহাম=৩.০৬১৮ গ্রাম।

১০*৩.০৬১৮= ৩০.৬১৮ গ্রাম রূপা। অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা। যা বর্তমানে প্রতি তোলা রূপার মূল্য ১২০০/- টাকা হলে ১০ দিরহাম রূপার মূল্য হবে প্রায় ৩ হাজার ৩ শত টাকার মত।

আরো বিস্তারিত জানতে- https://ifatwa.info/9646/      

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


১. হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে তার সব নামাজ সহীহ হয়ে গিয়েছে। তাকে আর পুনরায় উক্ত নামাজগুলো  কাযা আদায় করতে হবে না। কারণ এখানে রুকু থেকে উঠার তাসবীহ (সামিয়াল্লহু লিমান হামিদাহ) পাঠ করা সুন্নাত। আর সে তার সাথে আল্লহু আকবারও যুক্ত করে পড়েছেন। তবে এভাবে তার পড়াটা সুন্নাহ অনুযায়ী হয়নি। তবে এতে তার নামাজের কোনো সমস্যা হবে না।


২. (ক,খ,গ) না, এগুলো মহর হিসেবে হবে না। মহর হতে হলে সসম্পদ হতে হয়। আর এগুলো সম্পদ নয়। 

(ঘ) উল্লেখ্য যে, পাত্রপক্ষ ও পাত্রীপক্ষ উভয় পক্ষ মিলে সমঝোতার ভিত্তিতে মহর নির্ধারণ করবে।

মহর দাতা মূলত পাত্র এবং গ্রহিতা মূলত পাত্রী। এই দুজনের অনুমতিক্রমে উভয়ের পরিবারের লোকজন মহর নির্ধারণ করবে। মহর যতটুকু পরিশোধ করা যায়, ততটুকু হওয়াই কাম্য ও উচিৎ। তবে যেন ১০ দিরহাম রূপার মূল্য (৩ হাজার ৩ শত টাকার ) থেকে কম না হয়ে যায়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 140 views
...