১. সিগারেট, পান, সুপারি এগুলো খাওয়া কি হারাম না মাকরুহ?
২. হাদীসে বাদ্যযন্ত্র হারাম বলা আছে। কিন্তু অন্য এক হাদীসে ঢোলের মত একটি যন্ত্র সম্ভবত দফ বলে ওটা ঈদ উপলক্ষে নবীজী (স) অনুমতি দেন। ওটাকে অনেকে জায়েজ বলে। হানাফী মাযহাব এর মত এক্ষেত্রে কি?
৩. হাদীসে আছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পরে সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর দায়িত্বে থাকে। এখানে আল্লাহর দায়িত্ব দিয়ে কি বুঝানো হয়েছে?
৪. আচ্ছা নামাজে থাকা অবস্থায় ঘরে যদি কেউ আসে, আর কেউ না থাকে দরজা খুলতে, তবে নামাজ থেকে উঠে দরজা খুলার পর কি আবার যেখান থেকে দরজা খুলতে গিয়েছিলাম, সেখান থেকে নামাজ শুরু করা যাবে? নাকি নামাজ ভঙ্গ হয়ে যাবে, আবার নতুন করে পড়তে হবে?
৫. ইসলাম শিক্ষায় ক্লাস ৩,৪ এ সূরার বাংলা উচ্চারণ বইয়ে দেয়া আছে। উচ্চারণ গুলো পরীক্ষায় লেখতে দেয়। এই উচ্চারণ গুলো মুখস্থ করতে হয়। এখন এই উচ্চারণ গুলো তো শিখে আসলে না দুনিয়ার কোন লাভ হবে না আখিরাতে। উচ্চারণ শিখে তো নামাজে সহিহ উচ্চারণ করতে পারবে না। তাই আমি আমার ছাত্রকে বলেছিলাম, এই উচ্চারণ এভাবে লেখতে না দিয়ে স্যারকে মুখে পড়া দিলে ভালো হয়।
তখন বলি শুধুমাত্র পরীক্ষার জন্য এই " হাবিজাবি " মুখস্থ করতে হবে। এখন এই ক্ষেত্রে কুরআনের বাংলা উচ্চারণ কে 'হাবিজাবি' বলার জন্য ইমানের ক্ষতি হবে?
আসলে আমার নিয়ত কুরআনকে ছোট করা ছিল না কখনোই, এই বাংলা উচ্চারণ গুলো মুখস্থ করে কোন উপকার আসে না তাই বলেছিলাম