ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
পরীক্ষা হল মেধা যাচাইয়ের স্থান। আর মেধা নির্ণিত হবে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদাভাবে।
,
সুতরাং যার যে মেধা সেটি সত্যিকার যাচাই হবে যদি তার নিজস্ব মুখস্ত ও যোগ্যতা থেকে উত্তর প্রদান করে।
,
কিন্তু নকল করে লিখলে কারো কাছ থেকে জিজ্ঞাসা করে লিখলে বা দেখে লিখলে সেক্ষেত্রে ধোঁকার আশ্রয় নেয়া হচ্ছে। যা জায়েজ হবে না।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে "ভ" শব্দটি সাময়িক ভাবে মনে করতে না পারার দরুন আরেক জনকে জিজ্ঞাসা করা,এটি কর্তৃপক্ষকে ধোকা দেয়া হবে।
কেননা কর্তৃপক্ষের আইনে এগুলো নিষিদ্ধ,তাই এটি জায়েজ নেই।
(০২)
হ্যাঁ ফরজ নামাজ পড়লেই হবে,
সুন্নাত না পড়লে সমস্যা হবেনা।
তবে ইশার নামাজের পর বিতির নামাজ পড়তে হবে।
কেননা এট ওয়াজিব নামাজ।
,
(০৩)
অযু করার শক্তি না রাখলে অন্য কেউ অযু করিয়ে দিবে,তায়াম্মুম করা বৈধ হলে সে তায়াম্মুম করবে,বা অন্যকে দিয়ে করিয়ে নিবে,তবুও অযু ছাড়া নামাজ আদায়ের বিধান নেই।
শুয়ে নামাজ পড়ার৷ পদ্ধতিঃ
কিবলার দিকে পা দিয়ে চিত হয়ে শুয়ে মাথা দ্বারা বুকের দিকে ইশারা করে রুক ও সিজদা আদায় করবে। তবে সিজদার সময় রুকুর চেয়ে একটু বেশি মাথা ঝুকাবে।
আরো জানুনঃ-
(০৪)
এভাবে তার অনুমতি ছাড়া সদকাহ করা জায়েজ নেই।
সদকাহ করলে টাকাটা আপনাকে ফেরত দিতে হবে।
এক্ষেত্রে টাকা ফিরে দিলে সদকার ছওয়াব আপনি পাবেন।
তবে তার অনুমতি নিয়ে সদকাহ করলে বা পরবর্তীতে তিনি সদকার অনুমতি দিলে টাকার দাবী আর না করলে ছওয়াব সেই ব্যাক্তি পাবে,আপনি নন।
হ্যাঁ আপনি ভালো ও নেক কাজে সহযোগিতার ছওয়াব পাবেন।