খাঁচায় করে আমার কয়েকটি পাখি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আমার অসাবধানতার কারণে পিছন থেকে একটি রিক্সা এসে আমার পাখির খাঁচায় আঘাত করে। কিন্তু উক্ত দুর্ঘটনার কারণে আমার জানা মতে পাখি গুলোর কোনো ধরনের সমস্যা হয় নি ।
এরপর দোকান পর্যন্ত পাখি নিয়ে যাওয়া পর্যন্ত সকল পাখি গুলো আমার কাছে সুস্থই মনে হয়েছে ।
কিন্তু আমি যেই দোকানদারের কাছে এই পাখি গুলো বিক্রি করেছি তাকে এই দুর্ঘটনার কথা বলা হয় নি। কারণ বিষয় টা আমার কাছে অত গুরুতর মনে হয় নি এবং বিক্রির সময় এই ঘটনা আমার তেমন মনেও ছিল না।
আর আমার যত টুকু মনে হয়েছে রিক্সা পাখির খাঁচায় আঘাত করার ফলে কোনো পাখির সমস্যাও হয় নি।
এখন আমার প্রশ্ন হলো উক্ত দুর্ঘটনার কথা কি দোকানদারকে আমার বলা উচিত ছিলো ? অথবা এটা না বলার কারণে কি প্রতারণা করা হলো?
যদিও উক্ত দূর্ঘটনা সম্পূর্ণ আমার অনিচ্ছাকৃত ভুল ছিলো এবং এর ফলে আমার মনে হয়েছে যে কোনো পাখির সমস্যা হয় নি ।