আসসালামু'আলাইকুম প্রিয় শায়েখ,
হানাফি ফিকহ এর আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর জানাবেন আশা করিঃ
(১) বিছানার চাদরে কোনো নাপাক শুকনো অবস্থায় লেগে থাকলে সেটা কি পাক হবে?
(২) জামাতে ছুটে যাওয়া রাকাত আদায়ের সময় ইমামের কয়টা সালাম ফিরানোর পর উঠতে হবে?
(৩) ইমাম সাহেব রুকুতে এমতাবস্থায় তাকবীর বলে ছানা পড়তে হবে নাকি সরাসরি রুকুতে চলে যাবো?
(৪) সেজদায় এই দু'য়াটি পড়া যাবে কি?
(৫) ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃতভাবে আমার অনেক ওয়াক্ত নামাজ কাযা হয়ে গেছে, যার পরিমাণ আমার নির্দিষ্ট জানা নেই, ফলে আমি কাযা আদায়ের জন্য যে পরিমাণ ওয়াক্ত নির্ধারণ করবো সেটা যদি প্রকৃতপক্ষে আমার কাযা নামাজের থেকে কম হয়ে যায়, তাহলে কি আমার সব কাযা নামাজ আদায় হয়ে যাবে?
(৬) শুধু ফরজ নামাজের কাযা পড়লে হবে, নাকি সুন্নত, নফলসহ সব পড়তে হবে?
(৭) একজন ব্যক্তি অনেক আমল করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত কায়েম করেছে কিন্তু একটা কবিরা গোনাহ্ থেকে জেনে শুনে তাওবা না করার কারণে/তাওবা কবুল না হওয়ার কারণে কি সে জাহান্নামি হবে?(জান্নাত-জাহান্নামের ফয়সালা অবশ্যই আল্লাহ্ তায়ালা ই করবেন)
(৮) আমার আম্মুকে আমি মানুষের গীবত, সমালোচনা করতে অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু তিনি প্রথমে এটা মেনে নিয়ে পরে ঠিকই সুযোগ বুঝে আমাকে "বেশি জানে" বলে খোটা দেয়, এমতাবস্থায় আমি কী করতে পারি?
(৯) এইখানে বর্ণিত বিষয়টি কি সঠিক? এই নিয়তে দু'য়া করা যাবে কি?