আসসালামু'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তায
আমাদের এদিকের তালিমের কিছু মহিলারা একত্রিত হয়ে খতমে খাজেখান পড়ে এটা কি জায়েজ?
যেমন একজন এর পরিবার এ একটা বিপদ আসছে বড়,তো সেজন্য সে তালিম এর মুরব্বিসহ অনেক মহিলাকে নিজের বাসায় দাওয়াত দেয়,তারপর সবাই মিলে আল্লাহর একেকটা নাম ১০০ বার করে পড়ে যেমন ইয়া হাল্লাল মুসকিলাত,শাফিয়াল আমরাজ এজাতীয় কিছু নাম একটা বই থেকে। সোয়া লাখ বার দু'আ ইউনুস পড়ে, ২০-২৫ জন মিলে পড়ে।আবার আল্লাহর একেকটা নাম ১০০ বার করে পড়ে,সম্মিলিতভাবে মুনাজাত করে,দুরুদ শরীফ পড়ে।
এগুলো কি জায়েজ হইতেছে নাকি বিদ'আত?আমাদেরকে ডাকসে আমাদের কি যাওয়া উচিৎ হবে?