আসসালামুআলাইকুম,
আমি kantar AI নামক একটি ওয়েবসাইটের সন্ধান পাই।তারা মূলত বিভিন্ন ভার্চুয়াল মুদ্রায় বিনিয়োগ করে থাকে।এখন তাদের কাছ থেকে ইনকাম করার উপায়টি নিম্নরূপঃ
তারা ১০ ডলার দিয়ে রোবট ভাড়া করতে বলে এবং এই রোবটের কাজ হলো কয়েন কেনাবেচা করা।রোবটটি দিনরাত ২৪ ঘন্টা কাজ করে এবং আনুমানিক .১৪ ডলার থেকে .১৬ ডলার লাভ দেয় প্রতিদিন।এবং এভাবে একমাস কাজ করে রোবটটি নিষ্ক্রিয় হয়ে যায়।এরপর আমি চাইলে সেই ১০ ডলার ও পুরো মাসের লাভ একত্রে নিতে পারবে এবং আবার ১০ ডলার দিয়ে রোবটটি চালু করতে পারব।তবে নতুন অবস্থায় তারা ১০ ডলার ট্রায়ালের জন্য দেয় এবং এ ট্রায়াল চলে তিনদিন।এরপর রোবট নিষ্ক্রিয় হয়ে যায় এবং নিজের ১০ ডলার দিয়ে চালু করতে হয় অতঃপর বাকি কার্যক্রম উপরে বর্ণিত এর ন্যায়।
তো kantar AI দাবি করে যে তাদের ডিজাইন করা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ক্লায়েটদের লস করাবে না।কোনো কারনে লস করালে তা তারা ক্ষতিপূরণ দিবে নিজেদের অর্থ থেকে।এছাড়া তাদের প্রোডাক্টগুলোর নাকি তারা ইন্সুরেন্স করে রাখছে।তবে এমন কোনো গ্যারান্টি তারা দেয়নি যে রোবটটি এত পরিমাণ লাভ দিবেই।বরং তারা বলে যে আনুমানিক এত থেকে এত ডলার লাভ দিবে।কিন্তু রোবট দ্বারা কোনো লস হবে না এটা তাদের দাবি।
এখন প্রশ্ন হলো এভাবে টাকা ইনকাম কি বৈধ হবে?