আসসালামু'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তায
আমার আম্মা নতুন করে আরবি পড়া শিখতেছেন আগে যা শিখেছিলেন ভুল ছিলো, এখন আলহামদুলিল্লাহ ক্বরিয়ানা নিয়মে তিনি কুরআন পড়া শিখছেন,তিনি যেকোনো আরবি সূরা,দু'আ দেখে দেখে এখন সহীহভাবে রিডিং করতে পারেন কিন্তু না দেখে পড়লে সেই আগের মতো ভুল পড়া চলে আসে।
বলা উচিৎ তিনি অসুস্থ সিজদাহ দিতে পারেন না তাই টুলে বসে সামনে একটা টেবিল দিয়ে সালাত আদায় করেন,তো সেই টেবিল এর উপর কায়দা রেখে সালাত এ তিনি কায়দা দেখে দেখে ক্বিরাত পড়েন, সূরা ফাতিহা,দুরুদ, দু'আ মাসুরা যা যা আছে সবই সহীহভাবে পড়ার জন্য তিনি কায়দা দেখে দেখে পড়েন সালাত।এখন আমার প্রশ্ন গুলো হলো,
১ঃ তিনি কি এভাবে কায়দা দেখে সহীহভাবে তিলাওয়াত করে সালাত আদায় করতে পারবেন তাতে সালাত কি হচ্ছে? নাকি ভেঙে গেছে?
২ঃ যদি ভেঙে গিয়ে থাকে সেই সালাত গুলো আবার কাযা করতে হবে?
৩ঃ যদি এভাবে কায়দা দেখে পড়ার অনুমতি না থাকে সেক্ষেত্রে তিনি কিভাবে সালাত আদায় করবেন? যতদিন না তিনি না দেখে সহীহভাবে শিখে নিচ্ছেন?