আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
আমি আমার অভিভাবক ছাড়া দুইজন সাক্ষীর সামনে বিয়ে করেছিলাম,আমার এবং আমার বরের পরিবার রাজি থাকলেও দেরিতে বিয়ে দিতে চেয়েছিলেন।
পরবর্তীতে আমাদের পারিবারিকভাবেই আবার বিয়ে হয়।বিয়েতে গহনাবাবদ আমার ৬০০০০ টাকা মোহরানা করা হয়।সেই গহনাতে একটা জিনিস থাকে যেটা আমার বর আমাকে হাদিয়া দিয়েছিলেন, পরবর্তি বিয়েতে মোহরানা দেওয়ার জন্য সেটা আমার থেকে ফেরত নেয়।এবং মোহরানা হিসেবে আমাকে সেটা পরবর্তী বিয়েতে দেয়।গহনাবাবদ ৬০০০০ টাকার বিষয়টা প্রথমে আমি বুঝিনি।আমি ভেবেছি গহনা আর টাকা দিয়েছে।পরে বিয়ের পর আমি বিষয়টি জানতে পারি।
১.এইভাবে বিয়ে কি সঠিক হয়েছে,নাকি আবার আমাদের বিয়ে পড়াতে হবে??যেহেতু উনি হাদিয়া দিয়ে পরবর্তীতে সেটা ফেরত নিয়ে মোহরানা হিসেবে দিয়েছে।আর আমি প্রথমে মোহরানার বিষয়টি বুঝিনি।
দয়া করে জানাবেন। জাযাকাল্লাহু খাইরান।