আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
শায়খ,আমার স্বামী যেটা জানত এতোদিন যে, ধরেন কোনো কেনায়া বাক্য ❝তুমি অন্য কোথাও বিয়ে করে নেও❞,,এমন কোনো কথা বলার সময় মনে মনে যদি বলে যে তালাক দিলাম, তাহলে তালাক হয়না। এটা সে এতো দিন মনে করতো।
রাগ করলে মাঝে মাঝেই এমন ভাবে মেসেজ লিখতো। তবে আমার মনে পড়ে ২ বার এমন বলেছে,,,, বাকি বারের কথা মনে নেই। তবে যা মনে পড়ে এই রকম ধরনের কথা হয়তো বলছে আরো। তাকে বিষয়টা বুঝিয়ে বলার পরে সে বলছে যে,এরপর৷ আর কখনোই এমন কিছু বলবে না।
শায়খ,এটা নিয়ে অনেক অসওয়াসা আসে যে সম্পর্ক টা হালাল কিনা,,, খুব অসওয়াসা আসে,।
১/এমন অবস্থায় আমি কি স্বামী কে বলতে পারবো ❝তালাক❞ শব্দ দ্বারা ডিভোর্স দিতে? যাতে ২য় বিয়ের পর আবার তার কাছে আসতে পারি?কারণ মানসিক শান্তি পাচ্ছি না সম্পর্ক টা হালাল আছে কিনা এটা নিয়ে,,,,আর কত বার এমন কথা সে বলছে তাও মনে নাই,,, খালি মনে হয় যে হালাল নেই হয়তো,,,
২/স্বামী রাজি হয়ে যদি বলে যে ঠিক আছে তুমাকে তালাক দিলাম। তখন সাক্ষী যদি না থাকে সামনে তাহলে তালাক হবে কিনা?
শায়খ,খুব বাজে অবস্থায় আছি মানসিক দিক দিয়ে,,,,,,এক সাথে থাকতেই অস্বস্তি আসে।কারন জানি ই না যে হালাল কিনা,,, এই বিষয়ে এর আগেও কিছু প্রশ্ন করেছি শায়খ,,,দয়া করে এইবার সাহায্য করুন,,,, হালাল/হারাম কিছুই নিশ্চিত হয়ে পারছিনা,,,
আমি আন্তরিকভাবে দুঃখিত এটা নিয়ে বার বার জানতে চাওয়ার জন্য ।
বিনীত অনুরোধ করছি আপনার কাছে, দয়া করে কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।।।।