ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
এক হায়েয থেকে অন্য হায়েয পর্যন্ত ১৫ দিন গ্যাপ থাকে, এই ১৫ দিন ইস্তেহাযা গণ্য হবে।এই ১৫ দিন নামায রোযা করতে হবে। ইস্তেহাযার সূরতে প্রতি ওয়াক্তের জন্য একবার অজুই যথেষ্ট।
বিগত দুই তিন মাস, কতটি নামায পড়েন নাই, সেই সব নামাযগুলোকে হিসেব করে কাযা করে নিবেন।অনুমানের ভিত্তিতেই কাযা করে নিবেন।
(২)
হিফজ তো বাতিল হবে না, তবে ধোকা দেয়ার গোনাহ হবে। তাই উনার উচিৎ এভাবে উস্তাযাকে ধোকা না দেয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
ﻣﻦ ﻏﺸﻨﺎ ﻓﻠﻴﺲ ﻣﻨﺎ