ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কুরআনের বাংলা অনুবাদের জন্য আমি 'তাওযিহুল কুরআন'- (মুফতি তাকি উসমানি) কিতাব খানার পরামর্শ দেবো।
বিনা অজুতে কুরআন স্পর্শ করা যায় না।সুতরাং কাফির যেহেতু সে নাপাক।তাই তাকে কুরআন দেয়া যাবে না।তাছাড়া সে কুরআনের বেহুরমতি করতেও পারে। হ্যা, অমুসলিমকে শুধুমাত্র কুরআনের অনুবাদ দেয়া যেতে পারে।
(২)
প্রথসে তাফসীরে মা'আরিফুল কুরআন পড়বেন,তারপর তাফসীরে নুরুল কুরআন,তারপর মাযহারী, তারপর ইবনে কাসির, তারপর তাবারী।
(৩)
এ সম্পর্কে মুফতী জুবাইর সাহেব দাঃবা এর অনেক ফলপ্রসূ কিতাব রয়েছে। ইসলামি অনলাইন মাদরাসার অফিসে যোগাযোগ করবেন।পেয়ে যাবেন।
(৪)
এ সম্পর্কে আমাদের জানা নেই, হ্যা, আপনি গুগলে সার্চ করে নিবেন।জাযাকাল্লাহ।