আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
227 views
in সালাত(Prayer) by (3 points)
শুক্রবার জুমুআর আযান শোনার সাথে সাথে  মসজিদের দিকে রওনা দেয়া কি ওয়াজিব?যদি ওয়াজিব হয়, প্রথম আযান বোঝানো হয়েছে নাকি দ্বিতীয় আযান?

1 Answer

0 votes
by (713,880 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।(সূরা জুমুআহ-৯)

জুমুআর নামাযের আযান হওয়ার সাথে সাথেই সায়ী তথা নামাযের জন্য মসজিদে চলে যাওয়া ওয়াজিব।প্রশ্ন হল,কোন আযান?জুমুআর আযান তো দু'টি দেয়া হয়।একটি প্রথমে মিম্বরে দেয়া হয়।এবং দ্বিতীয়টি খুতবার পূর্বে দেয়া হয়ে?
এ সম্পর্কে ফাতাওয়াতে উল্লেখ করা হয়-
وَيَجِبُ السَّعْيُ وَتَرْكُ الْبَيْعِ بِالْأَذَانِ الْأَوَّلِ، وَقَالَ الطَّحْطَاوِيُّ: يَجِبُ السَّعْيُ وَيُكْرَهُ الْبَيْعُ عِنْدَ أَذَانِ الْمِنْبَرِ وَقَالَ الْحَسَنُ بْنُ زِيَادٍ الْمُعْتَبَرُ هُوَ الْأَذَانُ عَلَى الْمَنَارَةِ وَالْأَصَحُّ أَنَّ كُلَّ أَذَانٍ يَكُونُ قَبْلَ الزَّوَالِ فَهُوَ غَيْرُ مُعْتَبَرٍ وَالْمُعْتَبَرُ أَوَّلُ الْأَذَانِ بَعْدَ الزَّوَالِ سَوَاءٌ كَانَ عَلَى الْمِنْبَرِ أَوْ عَلَى الزَّوْرَاءِ، كَذَا فِي الْكَافِي.
জুমুআর নামাযের জন্য প্রথম আযানের চেষ্টা প্রচেষ্টা করা ওয়াজিব।ইমাম তাহাবী রাহ বলেন,মিম্বরের আযানের সময় সায়ী(জামাতে উপস্থিত হওয়ার চেষ্টা প্রচেষ্টা) করা ওয়াজিব।এবং তখনই ক্রয়-বিক্রয় মাকরুহ।হাসান ইবনে যিয়াদ রাহ বলেন,মিনারার আযান তথা প্রথম আযানই গ্রহণযোগ্য।বিশুদ্ধতম মত হল,দুনু আযান আযান যাওয়ালের পূর্বে হওয়া অগ্রহণযোগ্য। বরং গ্রহণযোগ্য হল,যাওয়ালের পর আযান হবে।চায় মিনারাতে হোক বা মিম্বরে হোক।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৪৯)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোন আযানের সময় জুমুআর সায়ী ওয়াজিব তা নিয়ে উলামদের মধ্যে মাতবিরোধ হয়েছে।তবে বিশুদ্ধতম কথা হল,প্রথম আযানের পরই সায়ী ওয়াজিব।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 114 views
0 votes
1 answer 2,491 views
0 votes
1 answer 129 views
asked Aug 15, 2021 in সালাত(Prayer) by Sadia (41 points)
...