ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
নিজ শহর বলতে অবস্থান শহর অতিক্রম করা বা নিজ গ্রামের সীমানা অতিক্রম করার পরই কেউ মুসাফির হিসেবে গণ্য হবেন।বিস্তারিত বললে এভাবে বলা যায় যে,
(ক) শহর থেকে সফর শুরু করলে ঐ শহরের সিটি এলাকা অতিক্রম করার পর নামাযকে কসর করা যাবে।
উল্লেখ্য যে,সিটি বলতে ঐ এলাকা যা সাধারণত প্রশাসন কর্তৃক নির্ধারিত থাকে।তবে শর্ত হল,ঐ নির্ধারিত এলাকায় নদী কর্তৃক পৃথকতা অন্তরায় না হওয়া।যদি পৃথকতা অন্তরায় হয়,তাহলে প্রশাসন কর্তৃক সমস্ত এলাকাকে শরীয়তের দৃষ্টিতে শহর বলা যাবে না।বরং নদী পর্যন্তই শহরের সীমানা নির্ধারিত থাকবে।
(খ)গ্রাম থেকে সফর শুরু করলে, গ্রামের সীমানা অতিক্রম হওয়ার পর কসর করা যাবে।(রদ্দুল মুহতার-২/১২১(করাচি),কবীরি-৪৯৫)