আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
শ্রদ্ধেয় শায়খ,
আমি একটা স্বপ্ন দেখি,।যেখানে স্বপ্নে আমি অনেক গুলো প্রশ্ন পড়ছিলাম। এর মধ্যে একটা ছিলো এই দুয়া টা ❝আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম................. ❞
এই দুয়া টা আরকি। যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিলো যে হয়তো আমি রবের সামনে পড়ছি/ রবের সামনে পড়তে হবে। এই নিয়ে হালকা ভয় এর মত লাগছিলো স্বপ্নে, যে আমাকে পড়তে হবে এটা । না পড়তে পারলে যেমন ভয় লাগে এমন আরকি।
কিন্তু এর আগে আমি কখনো এই দুয়া টা পড়ি নাই।
১/ শায়খ,এই স্বপ্নের কি ব্যাখ্যা আছে কোনো?
২/এই দুয়া টা কখন পড়তে হয়? কয়বার করে পড়তে হয়?
শ্রদ্ধেয় শায়খ,দয়া করে আমাকে এই বিষয়ে সহযোগিতা করলে কৃতজ্ঞ থাকবো।