ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শুধুমাত্র শিং নড়লে সেই পশু দ্বারা কুরবানি হবে তবে শিং যদি পড়ে যায়, তাহলে কুরবানি হবে না।
(قَوْلُهُ وَيُضَحِّي بِالْجَمَّاءِ) هِيَ الَّتِي لَا قَرْنَ لَهَا خِلْقَةً وَكَذَا الْعُظَمَاءُ الَّتِي ذَهَبَ بَعْضُ قَرْنِهَا بِالْكَسْرِ أَوْ غَيْرِهِ، فَإِنْ بَلَغَ الْكَسْرُ إلَى الْمُخِّ لَمْ يَجُزْ قُهُسْتَانِيٌ
যেই পশুড় জন্মগত কোনো শিং নাই,সেই পশুর দ্বারা কুরবানি জায়েযয।এবং যেই পশুড় শিং কিছু ভেঙ্গে গেছে,সেই পশু দ্বারাও কুরবানি জায়েয। তবে যদি কোনো পশুর শিং মূলোৎপাটন হয়ে যায়, তাহলে সেই পশু দ্বারা কুরবানি জায়েয হবে না। (রদ্দুল মুহতার-৬/৩২৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
শিংয়ের আগা ফেটে যাওয়ার কারণে কুরবানিতে কোনো সমস্যা হবে না।