আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
মুহতারাম হজরত-এর নিকট প্রশ্ন:
'মুজাররাব আমল' সম্পর্কে জানতে চাচ্ছি।
এই সম্পর্কে মোটামুটি যা জানতে পেরেছি, তা এই রকম -
কুরআন ও হাদিসে সরাসরি উল্লেখ নেই, কিন্তু একটি দুয়া/ওয়াযীফা/কুরআনের আয়াত বা আয়াতের একটি নির্দিষ্ট অংশ একটি নির্দিষ্ট তরতীবে (দিন ও সংখ্যা হিসেবে) পড়লে আশা করা যায় মাকসাদ বা উদ্দেশ্য পূরণ হবে। বুযুর্গানে দ্বীন এইভাবে আমল করে ফল পেয়েছেন, আশা করা যায়, ওই তরতীবে আমল করলে ঐরকম ফল পাওয়া যাবে। যেমন - সূরা ইয়াসিন এর অমুক আয়াত এতবার পড়লে কাশি দূর হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ প্রতিদিন ২০০০ বার বিরতিহীন ভাবে এক বসাতে লাগাতার ৩০ দিন পড়লে যত বড় কর্জ থাকুক, আল্লাহ ব্যবস্থা করে দেবেন তা পরিশোধ এর - ইত্যাদি ইত্যাদি।
এখন অনেকেই অভিযোগ করেন, কর্জ পরিশোধের নির্ধারিত দুই বা ততোধিক দুয়া হাদিসে আছে, এর বাহিরে অন্য আমল করার দরকার নেই, সেইটা দ্বারা এইটা বুঝানো হচ্ছে যে , আল্লাহর নবী (সাঃ) এর হাদিস এর উপর একীন কম বলে অন্য আমল এর দিকে দৌড়াচ্ছে, যেইটার উল্লেখ কুরআন-হাদিস এ নেই !
একটু ব্যাখ্যা স্বাপেক্ষে বুঝিয়ে দিলে উপকৃত হতাম।
জাযাকাল্লাহ খায়রা,