আসসালামু আলাইকুম,
ফেসবুক এ কোনো পোস্ট করলে, অনেকে কমেন্ট এ লিখে, শুভকামনা রইলো, কোনো সাধারণ বিষয়ে বলে-এটা সৌভাগ্য -যেমন- তোমার সাক্ষাত পাওয়া সৌভাগ্যের ব্যাপার....আবার অনেকে কমেন্ট করে সাথে ইমোজিও দেয়, সেইসব ইমোজি ইসলামের সাথে সাংঘর্ষিক,আবার অনেকে ভালো কমেন্ট করে কিন্তু সাথে একটা ইমোজি দিয়া দেয় ইসলাম বিরোধী বা সাংঘর্ষিক..... এখন আমার প্রশ্ন হলো, এসব কমেন্ট ডিলিট করলে আত্মীয় বা পরিচিতরা হয়তো ভাবতে পারে যে,আমি তাদের এড়িয়ে যাচ্ছি বা ভুল বুঝতে পারে....এখন আমার আইডির কোনো পোস্ট থেকে এসব কমেন্ট ডিলিট না করলে,আমার ঈমান ভাংবে??অবশ্যই ইসলাম বিরোধী অংশ টুকু মন থেকে ঘৃনা করি......কিছু ইসলাম বিরোধী ইমোজির উদাহরন-.....