আসসালামু আলাইকুম, আমি একজন জেনারেল শিক্ষার্থী। বর্তমানে আরবী শিখা শুরু করেছি, যাতে কুরআন সহীহ ভাবে পড়তে পারি। সেই সাথে কুরআন পড়া শিখার পর আরবী ভাষা ব্যাকরণ সহ শিখতে চাই।
কিন্তু আমি এই বিষয়ে সন্দিহান যে, যার কাছে থেকে কুরআন শিখছি তিনি কি সহীহ ভাবে শিখাতে পারবে। এর কারণ বর্তমানে অনেকে বলে এই জায়গায় উচ্চারণ ঠিক হয় নাই, এই জায়গায় উচ্চারণ এইভাবে হবে। আমি এক জায়গায় পড়েছি ও ব্যক্তি থেকে শুনেছি যে কুরআন একত্র করার সময় ৭ ভাবে উচ্চারণ করে পড়া হয়েছে।
একবার শিখে ফেলার পর সেই ভুলগুলো ঠিক করা একটু কষ্টকর, তাই শুরু থেকেই সহীহ ভাবে আরবী ভাষা শিখতে চাই ঠিক মাতৃভাষার মতো। যাতে ভবিষ্যতে অগণিত মানুষ তেলাওয়াত শুনলে/শিখালে/জানলে বলতে না পারে তোমার পড়া ভুল হয়েছে।
আমি কিভাবে বুঝবো আমি ভুল শিখছি কি না সহীহ। যিনি শিখাচ্ছেন উনি কওমী মাদ্রাসার শিক্ষার্থী ছিলো, এরপর শিক্ষকতা করেছেন কয়েকবছর, বর্তমানে নিজস্ব মাদ্রাসার প্রিন্সিপাল।
মন থেকে এই চিন্তা দূর করবো কিভাবে। জাজাকাল্লাহ খায়ের।