আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু, উস্তাদ, আমি আম্মুকে ইস্তেখারা করতে বলেছিলাম, আমার মাদ্রাসার ব্যাপারে যে আমার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া কল্যাণকর হবে কি না আর উনি স্বপ্নে দেখেন যে,
১)প্রথমে আম্মু উনার বোনের বাসায় যান, এরপর উনার চাচাতো বোন উনাকে দাড়াইতে বলেন, উনি না দাড়াইয়া অন্যরুমে চলে যান। সামনের রূমে ১০/১২টা রাজাহাসঁ ছিলো যা উনি গুনে ফেলছেন, তো উনার চাচী রাগ করে উনার (মৃত) স্বামীকে বলছেন হাসঁ কেনো গোনা হলো, এরপর তাদের পুকুরপাড়ে একটা ফাসির মতো ফাদঁ পাতা এবং ওই চাচী বলতেছে যে ওই পুকুর পাড়ে দিয়ে যে যাবে, যার পা ওই ফাদে পড়বে সে শাস্তি পাবে, তো আম্মু ওইখান পার হয়ে যায়, এরপর মাঝ বনের মাঝে চলে আসার পর চাচাতো ভাই বড় বড় ঢিল মারছিলো কয়েকটা, তো আম্মুর উপরে না পরে পাশে পড়ছে।এরপর ওইখান থেকে চলে আসার পর আম্মু আরেক চাচার ঘরে চলে আসেন, এখানে এসে তিনি তার আরেক, বোনকে দেখতে পান এবং সব ঘটনা বলেন, এরপর ওই বোন আরেক চাচীর ঘর থেকে না বলে এক আচঁল বরই নেয় আর আম্মু নিষেধ করেও আবার নিজে নেয়৷ এরপর দেখেন, একটা যুবকের লাশ, সবাই বলছে মৃত, ওর পাশেই ছোট্ট একটা বাচ্চা টুপি পড়া, সে হিসু করে সব নোংরা করে ফেলছে এবং আম্মু তা পরিষ্কার করছে, এরপরই দেখেন তার বোনের মেয়ে (মৃত) যার চেহারা খুবই মলিন, এবংওই মেয়ের খালু (মৃত) যে তার উপর ইজ্জতের উপর আক্রমণ করতে চাচ্ছে, এবং আম্মুর আরেকজন বোন বলছেন আচ্ছা ঠিক আছে আমি ৪জন মানুষ এনে ব্যাপারটা দেখছি উনাকে সংশোধন করা যায় কি না।
২)এরপর আমি নিজেও ইস্তেখারা করি, আর অনেক কিছু দেখি কিন্তু কি দেখেছি কিচ্ছুই মনে পড়তেছে নাহ, শুধু এতোটুকু মনে আছে যে, আমার বড় চাচ্চু (জীবিত,) কিন্তু স্বপ্নে তিনি মারা গেছেন, আর তাকে কাফন দিয়ে ঢেকে দেওয়ার সময় আমার খুব চিন্তা হচ্ছিলো,বাস্তবে উনি একজন নিয়মিত মদ্যপায়ী। এরপর যখন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় উনার হাটুর নিচের মাঝামাঝি থেকে কাফন শর্ট পড়েছে,পা'গুলো বিকৃত হয়ে আছে,খুব খারাপ অবস্থা যেনো। উনি এম্নিতেও ভীষণ লম্বা ৬ফিট মানুষ। কোনোভাবেই তাকে ঢাকা যাচ্ছে নাহ।তিনি মারা যাওয়ায় আমার কষ্টও হচ্ছিলো নাহ আর এরপর উনাকে কবর দিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমার ভাই কান্না করছিলো. উস্তাদ কাফনের কাপড় এ শর্ট মেরেছে বিষয়টাও আমার কাছে কেমন যেনো লাগছে, ইস্তেখারা করছি মাদ্রাসার জন্য আর আম্মুও মৃত মানুষ, আমিও জীবিতকে মৃত দেখছি এটার মানে কি?"