ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
চার মাযহাব মতে সহীহ সুন্নাহর আলোকে একমুষ্টি পরিমান দাড়ি রাখা ওয়াজিব।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1039
اللحية لغة: الشعر النابت على الخدين والذقن، والجمع اللحى واللحى.......... واللحية في الاصطلاح، قال ابن عابدين: المراد باللحية كما هو ظاهر كلامهم الشعر النابت على الخدين من عذار، وعارض، والذقن
শাব্দিকভাবে দাড়ি বলা হয়,ঐ চুল যা দুনু গাল এবং থুতনিতে থাকে।বহুবচন হল,লুহা।পরিভাষায় দাড়ি বলা হয়,যা ইবনে আবেদীন শামী রাহ, বলেছেন,দুনু গাল,কানপট্টির উপর,গালের সামনের অংশ,এবং থুতনি সবকিছুকেই মূলত দাড়ি বলা হয়ে থাকে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1829
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
দুই কানের পাশের চুল দ্বারা আপনি কি বুঝাতে চেয়েছেন? যদি ঐ ধারাবাহিক চুলের লিকরকে বুঝান যা মাথা থেকে এসেছে, অর্থাৎ কানপট্টি, তাহলে সেই চুল দাড়ির অন্তর্ভুক্ত।
জুলফিকাট দ্বারা কি বুঝিয়েছেন? সে টা আমাদেরকে জানাবেন। কমেন্টে আমাদেরকে জানাবেন।