আসসালামু আলাইকুম।
(১) ৫ ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ি, তাহলে ৫ ওয়াক্তের কোন ওয়াক্তেই কি সুরা ফাতিহা ও অন্য সুরা ইমামের পিছনে থাকা অবস্থায় পড়বো না? কারন আমি শুনেছি যে, যেসকল ওয়াক্তের নামাজের সকল রাকাত ইমাম আস্তে পড়ে ও যেসকল নামাজের শেষের ২ রাকাত ইমাম আস্তে পড়ে সেসকল নামাজ বা রাকাতে নাকি ইমামের পিছে সুরা ফাতিহা ও অন্য সুরা মিলিয়ে (শেষের ২ রাকাতে শুধু সুরা ফাতিহা) পড়া যাবে?
(২) একাকী নামাজ পড়ার সময় যোহর ও আসর নামাজে যেহেতু আস্তে আস্তে কিরাত করতে হয়, তাহলে সেই সময় কি এতটুকু জোড়ে কিরাত করা যাবে যে নিজে শুনতে পায় অথবা ২ পাশের দাড়ানো ব্যক্তিদ্বয় শুনতে পায়?
(৩) একাকী নামাজ পড়ার সময় যোহর ও আসর নামাজে যেহেতু আস্তে আস্তে কিরাত করতে হয়, তাহলে কেউ যদি ভালোভাবেই ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কিরাত করে কিন্তু সেই কিরাতের শব্দ তার নিজ কান পর্যন্তই না আসে, (হয়তো ২/৩ শব্দ নিজ কানে শুনতে পায়) তাহলে কি সেই নামাজ আবার পড়তে হবে?
(কারন আমি যতটুকু জানি, আস্তে কিরাতের ক্ষেত্রেও সুরা পড়ার সময় নিজ কানে শুনতে হবে)
(৪) জামাতে নামাজ পড়ার সময় তো সুরা ফাতিহা এবং অন্য সুরা পড়তে হয়না। কিন্তু আত্তাহিয়াতু, দুরুদ শরিফ, দোয়া মাসুরা এগুলো তো পড়তে হয়। তাহলে যোহর ও আসর নামাজের ২য় ও ৪র্থ রাকাতে বৌঠকের পর যখন এগুলোর কোন একটি বা সবগুলো যখন কিরাত করা হয়, তখন কি সেই কিরাত ঠোঁট নাড়িয়ে করার পরও অন্তত নিজের কানে কিরাতের শব্দ আসতে হবে? নাকি শুধু ঠোঁট নাড়িয়ে কিরাত করলেই হবে?
(৫)আমি জামাতে নামাজে একটা জিনিস খেয়াল করে দেখেছি যে, প্রায় অনেকে মানুষই তাশাহুদ,দুরুদ শরিফ,দোয়া মাসুরা, এগুলা পড়ার সময় শুধু ঠোঁট দিয়ে দিয়ে উচ্চারণ করে। কিন্তু কোন শব্দ শুনা যায় না। তাহলে কি তাদের সেই নামাজগুলো আবার পড়তে হবে?
(৬) জামাতে নামাজ পড়ার সময় বৌঠকে তাশাহুদ,দুরুদ শরিফ,দোয়া মাসুরা এগুলো পড়তে পড়তে ইমাম সালাম ফিরিয়ে ফেলে। অনেক সময় শুধু তাশাহুদ ও দুরুদ শরিফ পড়তে পারি। তখন হয়তো ইমামের সাথেই সালাম ফিরিয়ে ফেলি। কিন্তু মাঝে মাঝে যখন দুরুদ শরিফ পড়ার পর দোয়া মাসুরা অর্ধেক বা কিছু পড়ার পর দেখি ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে। না পারি সালাম ফিরাতে (কারন দোয়া মাসুরার অর্ধেক বা কিছুটা পড়েছি মাত্র), তখন না পারি দোয়া মাসুরার বাকি অংশ পড়তে (কারন ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে)।
তাই এমন অবস্থায় তখন করনীয় কি? দোয়া মাসুরা অর্ধেক পড়া অবস্থায়ই কি সালাম ফিরিয়ে ফেলবো?
(৬.১) নাকি ইমাম সালাম ফিরিয়ে ফেলার পরও আমি দোয়া মাসুরা সম্পুর্ণ শেষ করবো এবং এরপর সালাম ফিরাবো?
(৭) নামাজে কোন সুরা পড়ার পর যদি মনে হয় যে সুরার কোথাও ভুল পড়েছি, তখন যদি আবার সেই সুরা শুদ্ধ করে পড়ি। তারপর নামাজ শেষ করি। তাহলে প্রথমবার সুরাটি ভুল পড়ার কারনে কি নামাজটি আবার গন্য হবে না?
✔️আমি ওয়েবসাইটের কয়েকটি প্রশ্ন উত্তরই পড়েছি। কিন্তু তাও আমার পশ্নের উত্তর গুল্প মনমতো পাইনি। তাই আশা করি আমার পশ্নগুলো পড়বেন এবং পশ্ন অনুযায়ী উত্তরগুলো দিবেন।