আসসালামু আলাইকুম
প্রশ্নটি মুফতি ইমদাদুল হক হুজুর এর কাছে, কারন আলহনে জালির ক্ষেত্রে উনার মাসালা ফলো করি। তাই অন্য কারো কাছে গেলে ইমদাদুল হক হুজুর এর কাছে হস্তান্তর এর অনুরোধ জানাচ্ছি।
★ ইমদাদুল হক হুজুর লাহনে জালি সম্পর্কে বলেনঃ-
তবে যদি নামাযে এমন কোনো ভূল হয়,যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়,(এক্ষেত্রে তাজবীদ বিভাগের লাহনে জালী গ্রহণযোগ্য নয়,কেননা তাজবীদের পরিভাষায় এক হরফের স্থলে অন্য হরফ পড়ে নিলেই লাহনে জলী হয়ে যায়,চায় নিকটবর্তী মাখরাজ হোক বা দূরবর্তী মাখরাজ হোক,চায় অর্থ সঠিক থাকুক বা নাই থাকুক)কিন্তু ফুকাহায়ে কেরাম দূরবর্তী মাখরাজের উচ্ছারণের সময়ে এবং অর্থ বিগড়ে যাওয়ার সময়ে নামাযকে ফাসিদ হওয়ার ফাতাওয়া দিয়ে থাকেন।
এখন প্রশ্নঃ-
১) এমন কি কখনো হতে পারে?..যে, ভুলে বা ইচ্ছাকৃত(যে পারেনা বা গাফেল) নিকটবর্তি মাখরাজ উচ্চারন হল কিন্তু অর্থ বিগড়ে গেছে?বা লাহনে জালি হয়েছে?
নাকি, সবসময় মানে যেকোন জায়গায় যেকোন ক্ষেত্রে যদি নিকটবর্তী মাখরাজ উচ্চারণ হলে কখন-ই অর্থ বিগড়ে যায়না বা লাহনে জালি হয় না?
২) যদি, এমন হয় যে নিকটবর্তী মাখরাজ উচ্চারণ হলেও কিছু কিছু ক্ষেত্রে অর্থ বিগড়ে যায় বা লাহনে জালি হয়। তাহলে আমরা যারা অর্থ জানি না তারা কেমনে বুঝব যে লাহনে জালি হয়েছে?
৩) দুরবর্তী মাখরাজ উচ্চারণ হলেই কি লাহনে জালি হবে নাকি অর্থ বিগড়ে যাওয়া আবশ্যক? অর্থাৎ, দুইটা একইসাথে হতে হবে নাকি যেকোনো একটি হলেই লাহনে জালি হবে?
বহু মসজিদ আছে, যেখানে ঈমাম সঠিক নির্বাচন করে না বা ঈমাম সঠিক নির্বাচন করলেও সে গাফেল বা ঈমাম ভালো হলেও যখন সে ছুটিতে যায় তখন তার দায়িত্ব ভালো ভাবে পালন করে না, এমন কাওকে রেখে যায় যার উচ্চারন সঠিক না আরো বড় দোষ এলাকার মানুষের। আজ হয়ত অনেক জেনারেল পড়ুয়া ভাই, যাদের উচ্চারনে আলহামদুলিল্লাহ কোন সমস্যা নাই তারাএমন পরিস্থিতির শিকার। এবং, যারা আল্লাহ ভীরু, নামাজের প্রতি অনেক যত্নশীল তারা বুঝতে পারে না যে কি করবে। নামাজ ঠিক হলো কি না এই নিয়ে হতাশায় ভোগে। (এখানে উল্লেখ্য যে অনেকে পানের থেকে চুন খসলে ঈমাম কে দায়ী করে বা নামাজ আবার আদায় করে, এদের কথা বলছি না)।
তো আপনারা ওলামায়ে কেরাম। আসলে আপনারা বড় বড় মসজিদে নামাজ পড়েন, শহরে পড়েন।আপনাদের চোখে এই সমস্যা টা তেমন পড়ে না আর পড়লেও আপনারা কুরআন এর অর্থ বুঝেন আরবি জানেন তাই সমস্যা টা অতটা প্রকট হয় না।কিন্তু যারা আমাদের মত তাদের অনেক সমস্যা হয় পাশাপাশি গ্রামাঞ্চলে মসজিদ গুলায় সমস্যার শেষ নায়।
বিদ্রঃ শুধু মসজিদ না আমাদের নিজের ব্যাক্তিগত ভাবে ভুল হতেই পারে কখনো।
এখন, একটা অনুরোধ যে, আপনারা আই ও এম এর পক্ষ থেকে যদি লাহনে জালি ও নামাজ ফাসিদের(সকল প্রকার ইখতিলাফ মাথায় রেখে) বিষয়ে উন্মুক্ত দারস এর ব্যবস্থা করেন তো অনেক উপকার হয় বা অন্তত অনলাইন এ শীট হিসেবে যদি কিছু উন্মুক্ত করেন তাও অনেক ভালো হয়।