ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
وَلَا قَصْرَ فِي السُّنَنِ، كَذَا فِي مُحِيطِ السَّرَخْسِيِّ، وَبَعْضُهُمْ جَوَّزُوا لِلْمُسَافِرِ تَرْكَ السُّنَنِ وَالْمُخْتَارُ أَنَّهُ لَا يَأْتِي بِهَا فِي حَالِ الْخَوْفِ وَيَأْتِي بِهَا فِي حَالِ الْقَرَارِ وَالْأَمْنِ، هَكَذَا فِي الْوَجِيزِ لِلْكَرْدَرِيِّ
সুন্নত নামাযে কোনো কসর নাই।কিছু সংখ্যক ফুকাহায়ে কেরাম, মুসাফিরের জন্য সুন্নত সমূহকে তরক করার রুখসত দিয়েছেন।তবে বিশুদ্ধ ও পছন্দনীয় কথা হল, মুসাফির ভয় ও ক্লান্তির মূহুর্তে সুন্নত নামাযকে পড়বেনা।তবে প্রশান্তি ও নিরাপত্তার মুহূর্তে অবশ্যই সুন্নত নামাযকে পড়বে।এখানে (সুন্নত দ্বারা মু'আক্কাদা উদ্দেশ্য)(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৯)