আমার প্যান্টে অদৃশ্যমান মযী ও কিছু প্রস্রাব ফোটা থাকে।আমি আগে কাপড়ে পানি ঢেলে প্যান্টে সাবান লাগাই।এরপর পানি ঢালি প্যান্টে।ঘামের কারণে প্যান্টের বিভিন্ন জায়গা হলুদ হয়ে থাকে।এটি কি নাপাক? আমি হলুদ দাগ ভালভাবে ঘষে তুলিনি।আমার প্যান্ট কি পাক হয়েছে?
সাবান লাগানোর পর পানি ঢাললেও সাবানের গন্ধ থাকে ও চিপলে সাবানের পানি বের হয় এটি কি নাপাক?