বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
ক,
এতে শিরক হবেনা।
প্রশ্নের বিবরণ অনুরূপ কোনো হাদীস নেই।
খ,
এতেও শিরক হবেনা।
(০২)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، وَأَبُو كُرَيْبٍ وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ وَأَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَبَّلَ بَعْضَ نِسَائِهِ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَتَوَضَّأْ . قَالَ قُلْتُ مَنْ هِيَ إِلاَّ أَنْتِ قَالَ فَضَحِكَتْ .
কুতায়বা, হান্নাদ আবূ কুরায়ব, আহমদ ইবনু মানী, মাহমূদ ইবনু গায়লান, আবূ আম্মার (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ননা করেন যে, রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জনৈক স্ত্রীকে চুম্বন করলেন এবং সালাতের জন্য বের হয়ে গেলেন; কিন্তু উযূ (ওজু/অজু/অযু) করলেন না। রাবী উরওয়া বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐ স্ত্রী আপনি ছাড়া আর কেউ হবেন না। এই কথা শুনে আয়িশা রাদিয়াল্লাহু আনহা হাসলেন। - ইবনু মাজাহ ৫০২, তিরমিজী হাদিস নম্বরঃ ৮৬ [আল মাদানী প্রকাশনী]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এটি অযু ভেঙ্গে যাওয়ার কারন গুলোর মধ্য হতে নয়।
তাই এতে অযু ভেঙ্গে যাবেনা।
(০৩)
ক,
না,সুন্নাত নয়।
তবে বাবা মার জন্য তার সন্তানকে চুমু দেয়া সুন্নাত।
খ,
যদি শেফার নিয়তে খাওয়া হয়,আল্লাহ তায়ালা নেক নিয়তের কারনে শেফা দিতে পারেন,ইনশাআল্লাহ।
তবে শেফা হবেই,এমন কোনো কিছু নিশ্চয়তার সাথে বলা যায়না।
এটি কুরআন হাদীসে নেই।