জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
নামাজের মধ্যে রুকু সেজদার তাসবিহ সুন্নাত।
এগুলি ফরজ নয়।
,
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا اللَّيْثُ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، - أَوْ مُوسَى بْنِ أَيُّوبَ - عَنْ رَجُلٍ، مِنْ قَوْمِهِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، بِمَعْنَاهُ زَادَ قَالَ فَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا رَكَعَ قَالَ " سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ " . ثَلَاثًا وَإِذَا سَجَدَ قَالَ " سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى وَبِحَمْدِهِ " . ثَلَاثًا .
‘উক্ববাহ ইবনু ‘আমির (রাঃ) হতে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তাতে আরো রয়েছেঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকূ‘তে ‘সুবহানা রব্বিয়াল ‘আযীম ওয়া বিহামদিহী’ তিনবার বলতেন এবং সিজদাতে ‘সুবহানা রব্বিয়াল আ‘লা ওয়া বিহামদিহী’ তিনবার বলতেন।
(আবু দাউদ ৮৭০)
ویقول فی رکوعہ سبحان ربی العظیم ثلاثا و ذالک ادناہ فلوترک التسبیح اصلا اواتی بہ مرۃ واحدۃ یجوز ویکرہ۔ (ہندیۃ ۱/۷۴)"
সারমর্মঃ
রুকুতে তিনবার سبحان ربی العظیم পড়তে হবে।
এটি সর্বনিম্ন পরিমান।
কেহ যদি একেবারেই তাসবিহ পাঠ না করে,অথবা শুধু একবার তাসবিহ পাঠ করে,তাহলে সেটিও জায়েজ,তবে মাকরুহ।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
নামাজের মধ্যে যেহেতু রুকু সেজদার তাসবিহ সুন্নাত।
এগুলি যেহেতু ফরজ নয়।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে এক মুহুর্ত থাকলেও নামাজ হয়ে যাবে।
আপনি যদি নুন্যতম এক সেকেন্ড সময় থাকেন,তবুএ নামাজ হয়ে যাবে।
(০২)
কারো যদি নিসাবের কম পরিমান স্বর্ন থাকে।আর কোনো রুপা টাকা পয়সা বা ব্যবসায়িক সম্পদ না থাকে।তখন তার যাকাত আসবে না।
এরপর যদি তার রুপার কোনো অলংকার বা কিছু টাকা হয়।এবং স্বর্ণ ও রুপা বা ওই টাকার মোট মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার চেয়ে বেশি হয়।রুপার সামগ্রী বা টাকা হওয়ার এক বছর অতিক্রান্ত হবার পর তার উপর যাকাত আসবে।
অর্থাৎ যেদিন তার মালিকানায় এসবের মোট মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ হবে,সেদিন সে নেসাবের মালিক হবে।
সেদিন থেকে হিসেবে করে পূর্ণ এক বছর পর (আরবী মাস হিসেব করে এক বছর পড়) তার উপর যাকাত ফরজ হবে।
আগে শুধু স্বর্ণ ছিল।পরে রুপা বা টাকা হওয়া উভয় ক্ষেত্রে হুকুম একই।