ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
নামাজের অন্যতম একটি শর্ত (ফরজ)হলো জায়গা পাক থাকা।
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي الْمَسْجِدِ فَتَنَاوَلَهُ النَّاسُ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم " دَعُوهُ وَهَرِيقُوا عَلَى بَوْلِهِ سَجْلاً مِنْ مَاءٍ، أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ ".
আবূ হুরাইরাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ একদা জনৈক বেদুঈন দাঁড়িয়ে মসজিদে পেশা করল। তখন লোকেরা তাকে বাধা দিতে গেলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেনঃ তোমরা তাকে ছেড়ে দাও এবং ওর পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। কারণ তোমাদেরকে কোমল ও সুন্দর আচরণ করার জন্য পাঠানো হয়েছে, রূঢ় আচরণ করার জন্য পাঠানো হয়নি। (বুখারী ২২০.৬১২৮) (আধুনিক প্রকাশনীঃ ২১৪, ইসলামিক ফাউন্ডেশনঃ ২২০)
,
উম্মুল মু’মিনীন মা ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট একটি ছেলে শিশুকে আনা হল। শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনালেন এবং এর উপর ঢেলে দিলেন। (বুখারী ২২২.৫৪৬৮, ৬০০২, ৬৩৫৫ দ্রষ্টব্য) (আধুনিক প্রকাশনীঃ ২১৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ২২২)
,
★এক্ষেত্রে জায়গা পাক দ্বারা তত জায়গা পাক হওয়া উদ্দেশ্য,নামাজ আদায় করতে যতটুকু জায়গা শরীরের সরাসরি স্পর্শ হয়।
যেমন দাড়ানোর জায়গা,সেজদায় হাটু রাখার জায়গা,হাত, নাক,কপাল রাখার জায়গা।
বৈঠকের সময় বসার জায়গা পাক হতে হবে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নামাজের মধ্যে যদি ঐ মোবাইলের সাথে শরীরের কোনো অঙ্গের স্পর্শ না হয়,তাহলে আপনার নামাজ হয়ে যাবে।
ঐ মোবাইলের যেখানে নাপাকি লেগেছিলো,সেই স্থানে ভেজা হাতে স্পর্শ করলে হাত নাপাক হয়ে যাবে।
(০২)
এখানে উল্লেখিত সব ঔষধ খাওয়াই জায়েজ হবে।
শর্ত হলো শরীরের যেনো কোনো ক্ষতি না হয়।
(০৩)
এটিকে নাপাক বলা হয়েছে।
সুতরাং এর থেকে হেফাজতে থাকতে হবে।
এক দিরহাম সমপরিমাণ হলে বা তার চেয়ে বেশি হলে সেটি অবশ্যই পাক করতে হবে।
(০৪)
এখানে দুটি মতই রয়েছে।
উত্তম হলো প্রথম থেকে আবারো গোসল করা।
(০৫)
হ্যাঁ এতে পা নাপাক হয়ে যাবে।
(৬.৭)
তিন নং জবাব দ্রষ্টব্য।
(০৮)
উক্ত ট্যাপ ও টিউবওয়েলের হাতল নাপাক হবে।
(০৯)
অহংকার আসলে সমস্যা হবে।
নতুবা সমস্যা নেই।
(১০)
হ্যাঁ এক্ষেত্রে তাহা আর মাফ হবেনা।
সেটিকে পাক করতেই হবে।