১) আল্লাহুম্মা ইন্নী তে "ইননী" হবে নাকি ইংনী হবে? মানে এখানে ১ম ন এর উচ্চারণ কি বাংলা ং এর মত? নাকি ১ম "ন" হরফ টা সামান্য নাকে টেনে করলেই যথেষ্ট? অডিও গুলো অনেক শুনেও বুঝতে পারিনি।
২) আরবি হরফ ঠিক উচ্চারণ করলাম নাকি ভুল করলাম এটা নিয়ে সংশয়ে থাকি। আমি সবসময় ঠিক উচ্চারণ করতে চেষ্টা করি কিন্তু যদি আমি ভুল উচ্চারণ করে ফেলি কখনো আমার অপারগতার কারণে,আর যদি অটার উচ্চারণ ভুল করার কারণে আমার উচ্চারিত সেই শব্দের অর্থ বিকৃত হয়ে যায়, এমনকি কুফরি অর্থ প্রকাশ করে, তাহলে কি আমার কুফর হবে?