আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
131 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
চাচিকে ভাতিজা বউমনি ডাকে। মা শিখিয়ে দিয়েছিলেন। তো ভাতিজার নিজের তো বউ নেই এখনো, এদিকে চাচিকে বউমনি ডাকে। চাচি তো বউ না ভাতিজার তাই না। তাহলে বউমনি না ডাকলেও তো হয়। এটা জায়েজ কি না? এটা ডাকলে গুনাহ হচ্ছে কি না?

1 Answer

0 votes
by (715,680 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শব্দার্থ ডট কমে মনি শব্দের নিম্নোক্ত ব্যখ্যা লিখা হয়েছে-
মণি এর বাংলা অর্থ
[মোনি] (বিশেষ্য) ১ গহনা হিসেবে ব্যবহৃত দামি পাথর; মূল্যবান প্রস্তর; বহুমূল্য রত্ন।

২ আদরসূচক (খুকুমণি, সোনামণি)।
৩ বংশকে উজ্জ্বল করে যে শ্রেষ্ঠ ব্যক্তি।

মণিকাঞ্চনযোগ (বিশেষ্য) সোনার সঙ্গে মণির সংযোগের মতো শোভন ও উপযুক্ত; অতি সুন্দর মিলন।

মণিকার (বিশেষ্য) জহুরি; রক্তবণিক; মণি প্রভৃতি কেটে পালিশ করে যে।

মণিকুট্টিম (বিশেষ্য) মণি বসানো গৃহতল; রত্ননির্মিত মেঝে; পাথর বসানো হয়েছে এমন মেঝে।

মণিকুন্তলা (বিশেষণ) শিরে এমন (কুন্তল এখানে শির অর্থে) (ফণিনী মণিকুন্তলা-মাইকেল মধুসূদন দত্ত)।

মণিকোঠা (বিশেষ্য) মণি দ্বারা তৈরি ঘর।

মণিদীপ (বিশেষ্য) ১ মণিময় প্রদীপ।

২ অতিমূল্যবান স্মরণযোগ্য বস্তু (তোমার হাতের সেই বেদনার রাত্রিই ত আমার জীবন গহনে একমাত্র মণিদীপ-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))।

মণিদীপ্ত (বিশেষণ) রত্নের আভায় উজ্জ্বল (রবিহীন মণিদীপ প্রদোষের দেশে-রবীন্দ্রনাথ ঠাকুর)।

মণিবর্ণা (বিশেষণ) মণিমুক্তার উজ্জ্বল বর্ণবিশিষ্ট (ও মণিবর্ণা দেহ-হাসান হাফিজুর রহমান)।

মণিমণ্ডিত, মণিময় (বিশেষণ) রত্নখচিত; মণিদ্বারা খচিত বা প্রস্তুত।

মণিমাণিক্য (বিশেষ্য) নানা প্রকার মূল্যবান মণি ও রত্ন।

মণিমালা (বিশেষ্য) মণির মালা; মণিময় হার; রত্নময় হার।

মণিরাগ (বিশেষ্য) হিঙ্গুল।

মণিহারা ফণী (বিশেষ্য) ১ মাথার মণি হারানোর ফলে অস্থিরচিত্ত সাপ।

২ অতিপ্রিয় বস্তু বা ব্যক্তিকে হারানোর ফলে অস্থির ব্যক্তি।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
চাচিকে চাচিই ডাকবেন।বউমনি শব্দের চেয়ে চাচি শব্দই বেশ ভালো। হ্যা, চাচির সাথে আম্মা যোগ করে চাচিআম্মা ডাকতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...