আসসালামু আলাইকুম,
১. যদি কারও পিতৃপ্রদত্ত এক টুকরো জমি থাকে, যেখানে তুলে দেয়া ঘরের ভাড়া থেকে মাসিক কিছু টাকা আসে যার সম্পূর্ণটাই সংসারে খরচ হয়ে যায়, এবং সেই ভাড়া এ্যামাউন্ট টা খুবই কম নেসাব পরিমানের চেয়ে। তার জমানো কোনো অর্থ বা অন্যকোন উপার্জন নেই। সন্তানদের উপর আর ঐ ভাড়ার উপর নির্ভর করেন। এমতাবস্থায় তার ঐ জমি থাকার কারনে কি তার উপর কুরবানী ওয়াজিব হবে?
২. অনলাইনে বাজার করলে এবং অনলাইনে পে করলে, টোটাল পেমেন্ট এর উপর ক্যাশব্যাক করে কখনো কখনো, এই ক্যাশব্যাক নিজে ব্যাবহার করা কি জায়েজ হবে?
জাযাকাল্লাহু খাইরান।