আসসালামু আলাইকুম
1. কোনো মহিলার 4 ভরি স্বর্ণ, আর ব্যাংকে 116000 টাকা থাকলে, তার উপর কি কোরবানি করা ওয়াজিব ?
2. 2 মাসের বাচ্চার পেশাবের ছিটা, অল্প বমি ওযু করা অবস্থায় যদি হাতে লাগে, সেই অংশ ধুয়ে নিলে কি ওযু বহাল থাকবে ?
3. ওযু অবস্থায় বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে কি ওযু ভাঙবে ?
4. বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে কি কুরআন পড়া যাবে ?