আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
360 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (57 points)
কেনায়া শব্দে ()))))) হলে,  পুনরায় বিয়ে করার আগে স্ত্রি যদি স্পট  শব্দে((()))))) নিয়ে ফেলে,  তাহলে কি ওই স্ত্রি এর উপর ((()))) পতিত হবে

দয়া করে বলবেন   দয়া করে বলবেন দয়া করে উত্তর দিবেন দয়া করে উত্তর দিবেন

1 Answer

0 votes
by (606,150 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কেনায়া শব্দ দ্বারা তালাক(বায়েন) হওয়ার পর আর কোনো বায়েন তালাক পতিত হবে না। তবে সরিহ তথা স্পষ্ট শব্দ দ্বারা তালাক দিলে তখন তালাকে রেজয়ী পতিত হবে। তবে ইদ্দতের পর আর সরিহ তালাকও পতিত হবে না।

والصّريح يلحق الصّريح والبائن والبائن يلحق الصّريح لا البائن إلّا إذا كان معلّقًا
তালাকে সরিহ, সরিহ এবং বায়েন তালাকের পরও পতিত হয়। তবে বায়েন তালাকের পর আর কোনো বায়েন তালাক পতিত হয় না, তবে সরিহ তালাক পতিত হয়, কিন্তু বায়েন তালাকের পর শর্তযুক্ত বায়েন তালাক পতিত হবে। (কানযুয দাক্বাইক-১/২৭৭)

الْبَائِن لَا يلْحق الْبَائِن إِلَّا إِذا تقدم سَببه بِأَن قَالَ لَهَا إِن دخلت الدَّار فَأَنت بَائِن وَنوى بِهِ الطَّلَاق ثمَّ أَبَانهَا ثمَّ دخلت الدَّار وَهِي فِي الْعدة فَحِينَئِذٍ يلْحقهُ وَقَالَ زفر رَحمَه الله الْبَائِن لَا يلْحق الْبَائِن مُطلقًا والصريح يلْحقهُ الصَّرِيح والبائن حَتَّى إِن الْمُطلقَة الرَّجْعِيَّة لَو طَلقهَا زَوجهَا أَو أَبَانهَا يَقع بالاجماع لقِيَام الزَّوْجِيَّة والوصلة والبائن يلْحقهُ الصَّرِيح وَلَا يلْحقهُ الْبَائِن حَتَّى إِن المبتوتة المختلعة لَو أَبَانهَا لَا يَقع لِأَن محلهَا الوصلة والوصلة قد انْقَطَعت بِالْخلْعِ والابانة
বায়েন তালাকের পর আর কোনো বায়েন তালাক পতিত হবে না, তবে যদি শর্তযুক্ত বায়েন তালাক হয়, তাহলে বায়েন তালাক পতিত হওয়ার পরও আবার বায়েন তালাক পতিত হবে। যেমন, স্বামী তার স্ত্রীকে বলল, যদি তুমি ঘরে প্রবেশ করো, তাহলে বায়েন তালাক। অতঃপর স্ত্রী ঘরে প্রবেশের পূর্বেই স্বামী যদি তার স্ত্রীকে বায়েন তালাক (শর্তযুক্ত ছাড়া) দিয়ে দেয়, অতঃপর স্ত্রী ঘরে প্রবেশ করে, তাহলে স্ত্রীর উপর আরেকটি বায়েন তালাক পতিত হবে। ইমাম যুফার রাহ বলেন, কখনো এক বায়েন তালাকের পর আবার কোনো বায়েন তালাক পতিত হবে না।
সরিহ তথা স্পষ্ট শব্দে তালাকের পর সরিহ এবং বায়েন উভয় প্রকার তালাকই পতিত হবে। সুতরাং যদি রেজয়ী তালাকপ্রাপ্ত স্ত্রীকে তার স্বামী আবার রেজয়ী বা বায়েন তালাক দেয়, তাহলে সর্বসম্মতিক্রমে সেই তালাক পতিত হবে।কেননা এখনো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক পরিপূর্ণ বহাল রয়েছে। 
সরিহ তালাকের পর বায়েন তালাক পতিত হতে পারে, তবে বায়েন তালাকের পর আবার কোনো বায়েন তালাক পতিত হবে না। সুতরাং খুলা গ্রহণকৃত বায়েন তালাকপ্রাপ্ত কোনো মহিলাকে বায়েন তালাক দেয়া হলে, সেই বায়েন তালাক পতিত হবে না। কেননা বায়েন তালাক দ্বারা বৈবাহিক সম্পর্ক চিহ্ন হয়ে যায়, যেই সম্পর্ককে বিচ্ছিন্ন করার জন্য তালাক দেয়া হয়ে থাকে। (লেসানুল হুক্কাম-১/৩২৭)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...