আসসালামু আলাইকুম ।
কেউ যদি তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলে "আমার মুখ দিয়ে এমন কথা বের করাইও না যেটার জন্য পরে সংসারে ঝামেলা হবে"।
১. এটি কি ভবিষ্যৎসূচক বাক্য?
২. এই বাক্যটি বলাতে কি সেটা তালাকের মজলিশ হয়ে যাবে?
৩. কখনও ভবিষ্যৎসূচক কেনায়া বাক্য বলাতে কি তালাকের মজলিস হয়?
দয়া করে বলবেন প্লিজ।