জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা তাঁর কালামে ইরশাদ করেছেন:
وَلِلّهِ الأَسْمَاء الْحُسْنَى فَادْعُوهُ بِهَا
“নিশ্চয়ই আল্লাহর জন্য সুন্দর নামসমূহ রয়েছে। তোমরা আল্লাহকে ঐ সমস্ত নামে ডাক।” (সুরা আ’রাফ)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى لاَ يُقَالَ فِي الأَرْضِ اللَّهُ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পৃথিবীতে যখন আল্লাহ আল্লাহ বলা না হবে তখন কিয়ামাত সংঘটিত হবে না।
সহীহ, সহীহাহ (৩০১৬), মুসলিম,তিরমিজি ২২০৭।
ইমাম তিরমিজি (আবূ ঈসা) রহঃ বলেন, এ হাদীসটি হাসান।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শুধু শুধু আল্লাহু আল্লাহু,আল্লাহু যিকির জায়েজ আছে।
এভাবে যিকির করা যাবে।
,
তবে কিছু ইসলামী স্কলারগন বিপরিত মত পোষন করেন।
সেক্ষেত্রে তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারেন।