১/আমি যদি মানসিক চাপ নিতে না পেরে বা দুনিয়াবি কাজের কারনে সাথে সাথে তওবা কালেমা পড়তে না পারলে বা মনে মনে পড়তেসি এমন সময় অন্য কারনে স্টপ হয়ে যায় এতে কি শিরক বা গোনাহ হবে??আযানের সময় কালেমা আগে পড়ব নাকি ইমান নবায়ন?
২/আমি মনে মনে কুচিন্তা গুলার জন্য ক্ষমা ও কালেমা পড়তে গেলে আমার আবার গোনাহ টা মনে পড়ে আবার খারাপ লাগে আবার ক্ষমা চাই,এতে মানসিক চাপ বেড়ে যায়,,,আমি যদি মানসিক চাপ কমাবার জন্য নিয়ত করি কিছুসময় পর ক্ষমা চাইব বা এসব মনে না পড়ার জন্যক্ষমা না চাই এতে কি গোনাহ হবে?
৩/কেউ কাফের হল কি হল না ইমান ভাংলো কি ভাংল না এসব কি প্রকাশ্য কাজের বা কথার জন্য ধর্তব্য হবে? অন্তরের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নিয়তের জন্য ধর্তব্য হবে?
৪/সব মিলিয়ে আমি কি ধরব?? যত কিছু হোক আমি মুসলিম??
৫/আমি অবিবাহিত আমার বাবা নাই,,তবে ঘর ভাড়া আম্মু নিজের মেডিসিন খরচ আর ঘরে দেয় ঘর খরচ হিসাবে।।সাথে দুই ভাইও বউ বাচ্চা নিয়ে এক সাথে।বড় ভাই ব্যাংক এ চাকরি করে আর ছোট ভাই টিউশন করে ঘর খরচ দেয়।প্রতিজনে ১৫হাজার আর আম্মু মনে হয় ঘর ভাড়া থেকে ৮-১০ হাজার এর কম বেশ দেয়।আমি সিউওর না।আমি ব্যাংক বা হালাল এর দূরে থাকতে আম্মুকে বললে আম্মু বলে ঘর ভাড়ার টাকা ছাড়া টাকা কোত্থেকে ।।আমাদের অনেক টাকা ব্যাংকেও জমা রাখা।।আমি সিউর না সেখান থেকে প্রফিট নেয়া হয় কিনা প্রতিমাসে তবে মনে হয় প্রতিমাসে না হলেও কয়েকমাস পর নিতে পারে আমি সিয়র না।আমি টিউশন করি তবে ঘরে দি না নিজের প্রয়োজন এ ইউজ করি,আমি টিউসন থেকে অনেক সময় বেতন নি না।।।এখন আমি কিভাবে হালাল চলব?
৬/আমি যদি এমতাবস্থায় অন্য কোন গোনাহ শিরক কুফরির জন্য তওবা করে ইমান নবায়ন করি তাহলে কি ইমান নবায়ন হবে?
৭/আমি এক জায়গায় বেড়াতে যাবার সময় ভাবলাম বোরখা পড়ে যাওয়া উচিত।আবার ভাব্লাম বোরখা পড়ে গেলে আম্মু বকা দিতে পারে।।তাই ড্রেস পড়ে যাব।পরে ভাবলাম আল্লাহকে বেশি ভয় করা উচিত,,আম্মুর বকাবকির ভয়ে কেন বওরখা পড়ব না।পরে ভাবলাম আমি বোরখা পড়ে গেলে বাকি মেহমান রা কি বলবে,,আমি বেপর্দায় গেলে কবিরাহ গোনাহ হবে।অমুসলিম হব না।আমি জানি পর্দা ফরয।কিন্তু আমার মনে হচ্ছে আমি শিরক করে ফেলেছি কিনা আম্মুর বকাবকি নিজের ইচ্ছা মানুষ এর কথাকে পাত্তা দিতে গিয়ে।। আল্লাহর প্রতি ভয় সবচেয়ে বেশি রাখা দরকার।।এতে কি শিরক হল?
৮/আমার আইন ও বড় হা উচ্চারনে কিছুতা প্রবলেম হয়।।আমি কালেমা শাহাদাত পড়ার সময় ঠিক মত এইদুটা উচ্চারন করতে না পারলে ও কি ইমান নবায়ন হবে? কালেমা তাইয়্যেবাহ পড়লেও কি হবেনা?
৯/ কালেমা উচ্চারনের সময় অন্তরে আজেবাজে জিনিস আসে,তারপরেও কালেমা পড়লে কি ইমান নবায়ন হবে?