আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
300 views
in পবিত্রতা (Purity) by (16 points)
কিছু প্রশ্ন,
১/ ফরজ গোসল আদায় করলে আমি জানি অজু করতে হয় না। এখন কথা হলো ফরজ গোসল আদায় করার পর কোন অংশে পানি পৌছাইনি এবং আমি গোসল করার ৫-১০ মিনিট পর সেটা মনে পড়লে ওই অংশ ধৌত করে কি অজু ছাড়া নামাজ আদায় করতে পারব? নাকি আবার নতুন করে অজু করতে হবে। উদাহরন হিসেবে, ধরুন আমি ফজরের নামাজের আগে ফরজ গোসল করে মসজিদে গেলাম। এখন মনে পড়লো আমার নাভি ঠিকমত ধৌত করি নি। এখন যদি শুধু নাভিটাই ধৌত করেই নামাজ পড়ি তাহলে কি নামাজ হবে? নাকি নতুন করে অজু করা লাগবে?

২/ প্রতিদিন সন্দেহের কারনে ফরজ গোসলের নিয়ত করলে। এবং সেই গোসল দিয়ে কি নামাজ পড়তে পারব?

৩/ আমার গোসলে পানি বেশি ব্যবহৃত হয়। ঝর্না ছাড়া গোসল করার কোন পথ নাই। ঝর্না ১০-১৫ মিনিট ছেড়ে রাখতে হয়। তাই পানি বেশি খরচ হচ্ছে। এটা থেকে বাচার জন্য কোন টিপস দেন। আমি কি ঝর্নাতে সমস্ত শরীর একবার ভিজিয়ে তারপর ঝর্না বন্ধ করে গায়ে ঢলে ঢলে পানি পৌছাতে পারব?

৪/ টেপের পানি কি প্রবাহিত হিসেবে ধরা যাবে? আর কতক্ষণ চালু রাখতে হবে?

৫/ কোন নাপাক বস্তুর সাথে ২-৩ সেকেন্ড হাত লাগলে কি সেটা নাপাক হবে?
৬/ আমার হাত তালু কিছুটা ঘামে। এখন বুঝা যায় না এটা দ্বারা কিছু স্পর্শ করলে ভিজে কিনা। নাপাক হাতের আদ্রতা দ্বারা কিছু স্পর্শ করলে কি নাপাক হবে?

৭/ আমার নাক প্রায় সময় বন্ধ থাকে। এখন যদি নাকে ভিতর নাপাকি লাগে। তাহলে কি হাত ভিজিয়ে মুছে দিলে পাক হয়ে যাবে?

৮/ আগের সময়ের যুদ্বের গেমস কি খেলা যাবে যদি সেখানে কোন হারাম কিছু না থাকে?

বেশি প্রশ্ন করাই মাফ করবেন।
জাযাকাল্লাহ

1 Answer

0 votes
by (574,110 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
শরীয়তের বিধান হলো ফরজ গোসলে যদি ভুলে কোনো অঙ্গ ধোয়া না হয়,তাহলে স্বরন হওয়ার পর শুধু উক্ত অঙ্গই ধৌত করতে হবে।
,
উক্ত অঙ্গ ধৌত করার পূর্বে কোনো নামাজ আদায় করে থাকলে সেই নামাজ পুনরায় আদায় করতে হবে। 
,      
হাদীস শরীফে এসেছেঃ  
اللباب في الجمع بين السنة والكتاب
 (1/ 129)
"وعنه: عن ابن عباس رضي الله عنه قال: " إذا نسي المضمضة والاستنشاق إن كان جنباً أعاد المضمضة والاستنشاق واستأنف الصلاة ". وكذلك قال ابن عرفة، وإلى هذا ذهب الثوري رحمه الله تعالى".
সারমর্মঃ হযরত ইবনে আব্বাস রাঃ বলেন যদি কেহ জানাবতের গোসলের মধ্যে কুলি,নাকে পানি দেওয়া ভুলে যায়,তাহলে পুনরায় কুলি,নাকে পানি দিবে।
নামাজটি পুনরায় আদায় করবে। 

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 155):
"فروع] نسي المضمضة أو جزءاً من بدنه فصلى ثم تذكر، فلو نفلا لم يعد لعدم صحة شروعه.
(قوله: لعدم صحة شروعه) أي والنفل إنما تلزم إعادته بعد صحة الشروع فيه قصدا، وسكت عن الفرض لظهور أنه يلزمه الإتيان به مطلقاً".
সারমর্মঃ উক্ত অবস্থায় নফল নামাজ পড়লে নামাজ যেহেতু শুরু করাই ছহীহ হয়নি, তাই উক্ত নফল নামাজ পুনরায় আদায় করতে হবেনা।  

বিস্তারিত জানুনঃ  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এখন যদি শুধু নাভিটাই ধৌত করলেই হয়ে যাবে।
শুধু নাভিটাই ধৌত করে নামাজ পড়লে সেই নামাজ হয়ে যাবে।
নতুন করে অজু করা লাগবেনা।

(০২)
এভাবে নিয়ত করলে সমস্যা নেই।
সেই গোসল দিয়ে নামাজ পড়তে পারবেন।

(০৩)
হ্যাঁ আপনি ঝর্ণাতে সমস্ত শরীর একবার ভিজিয়ে তারপর ঝর্ণা বন্ধ করে গায়ে ডলে ডলে পানি পৌছাতে পারবেন।
এরপর শেষে আবারো ঝর্ণা চালু করে আবারো শরীর  ভিজিয়ে নিবেন।

(০৪)
টেপ চালু থাকা অবস্থায় সেই বের হওয়া পানিকে প্রবাহিত বলা যাবে।

ঐ সময় টেপ এর মুখে কাপড় ধোয়া হলে প্রবাহিত পানিতে ধোয়ায় মতোই বিধান হবে।

(০৫)
হাতে নাপাকি আসলে বা সেই নাপাকি ভেজা হলে হাত নাপাক হয়ে যাবে।

(০৬)
নাপাক হাতের আদ্রতা দ্বারা কিছু স্পর্শ করলে সেই বস্তুতে ভেজা পাওয়া গেলে তাহা নাপাক হবে।

(০৭)
নাকি পানি দিয়ে/বা সামান্য পানি নাকে নিয়ে আঙ্গুল দিয়ে পরিস্কার করবেন।

(০৮)
শরীয়তে এসব ভিডিও গেমস খেলার অনুমোদন নেই।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 496 views
...