বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/44091 নং ফাতাওয়ায় বলেছি যে,
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার)-৮৫৪০)
কোরআনে আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তা’আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে।( সূরা আত-তাহরীম: ৬)
হযরত উমর রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عن عبد الله بن يسار الأعرج ، أنه سمع سالم بن عبد الله بن عمر يحدث ، عن أبيه ، عن النبي - صلى الله عليه وآله وسلم - أنه قال : " ثلاثة لا يدخلون الجنة : العاق بوالديه ، والديوث ، ورجلة النساء " .
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যে, “আল্লাহ তিন ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না।(১) পিতা-মাতার অবাধ্য (২) ও দাইউস, (যে তার পরিবারের মধ্যে ব্যভিচারকে প্রশ্রয় দেয়)(৩)এবং নারীদের সাদৃশ্য গ্রহণকারী পুরুষ[ মুসতাদরাক আ'লা সাহিহাইন-২৫২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মাতাপিতার উপর সন্তানের হক হল, জন্মের পর সুন্দর নাম রাখা, দ্বীনি শিক্ষা প্রদাণ করা। দ্বীনি পরিবেশে লালন পালন করা। যদি মাতাপিতা এগুলো না করেন, তাহলো সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মাতাপিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে।