আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
123 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
শায়েখ আমার প্রশ্ন হলো সন্তানের প্রতি বাবা মায়ের হক কি কি সেটা হোক শিক্ষা অথবা বাড়ি সম্পদ আমি বোঝাইতে চেয়েছি যে একজন ছেলে সন্তানের হক বাবা মায়ে কিভাবে আদায় করতে হবে এবং ছেলে মেয়ে যদি দুনিয়াতে ইসলাম মেনে না চলে তাহলে কি কিয়ামতের দিন বাবা মাকেও জবাবদিহি অথবা জাহান্নামে যেতে হবে?

1 Answer

0 votes
by (599,850 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/44091 নং ফাতাওয়ায় বলেছি যে,
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও  আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার)-৮৫৪০)
 

কোরআনে আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তা’আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে।( সূরা আত-তাহরীম: ৬)

হযরত উমর রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عن عبد الله بن يسار الأعرج ، أنه سمع سالم بن عبد الله بن عمر يحدث ، عن أبيه ، عن النبي - صلى الله عليه وآله وسلم - أنه قال : " ثلاثة لا يدخلون الجنة : العاق بوالديه ، والديوث ، ورجلة النساء " .
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যে, “আল্লাহ তিন ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না।(১) পিতা-মাতার অবাধ্য (২) ও দাইউস, (যে তার পরিবারের মধ্যে ব্যভিচারকে প্রশ্রয় দেয়)(৩)এবং নারীদের সাদৃশ্য গ্রহণকারী পুরুষ[ মুসতাদরাক আ'লা সাহিহাইন-২৫২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মাতাপিতার উপর সন্তানের হক হল, জন্মের পর সুন্দর নাম রাখা, দ্বীনি শিক্ষা প্রদাণ করা। দ্বীনি পরিবেশে লালন পালন করা। যদি মাতাপিতা এগুলো না করেন, তাহলো সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মাতাপিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...