ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যদি শরীকে গরু কুরবানী দেয়া হয়, তবে ৭ ভাগে কুরবানী দেয়া আবশ্যক নয়,বরং ৩/৫ ভাগে দেয়া যাবে।
وَإِنْ دَفَعَ أَحَدُهُمْ ثَلَاثَةَ دَنَانِيرَ وَنِصْفًا، وَالْآخَرُ دِينَارَيْنِ وَنِصْفًا، وَالْآخَرُ دِينَارًا جَازَتْ عَنْهُمْ؛ لِأَنَّ أَقَلَّ النَّصِيبِ هُوَ السُّبْعُ،
যদি একটি গরু তিনজন শরীক হয়ে সাত দিনার দ্বারা ক্রয় করেন, প্রথম জন সাড়ে তিন দিনার এবং দ্বিতীয়জন আড়াই দিনার এবং তৃতীয়জন এক দিনার দ্বারা শরীক হন, তাহলে এটা জায়েয হবে। কেননা সর্বনিম্ন হিস্যা হল, সাতভাগের এক ভাগ।(অর্থাৎ, ১ম জনের অংশ হল, সাড়ে তিন অংশ, ২জনের অংশ হল, আড়াই অংশ,এবং ৩য় জনের অংশ হল, এক অংশ।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩০৫)
(২)
https://www.ifatwa.info/339 নং ফাতাওয়ায় বলেছি যে,
হালাল পশুর যে ৭টি অঙ্গ হারাম সেগুলো হলো-
১- প্রবাহিত রক্ত।
২- নর প্রাণীর পুং লিঙ্গ।
৩- অন্ডকোষ।
৪- মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ।
৫- মাংসগ্রন্থি।
৬- মুত্রথলি।
৭- পিত্ত। (শেষ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
চামড়া খাওয়া নাজায়েয নয়।
৭ শরীককে ভাগ দিতে হবে। হ্যা, অন্যরা নিতে না চাইলে তাদের অনুমতিক্রমে ১ জন নিজে খাওয়ার নিয়তে নিয়ে নিতে পারবে।
(৩)
অংশে যদি কমবেশ হয় ভুল বা অজ্ঞতাবশত, তাহলে কুরবানীতে কোনো সমস্যা হবে না। হ্যা হ্যা, সমান সমান বন্টন করা জরুরী। নতুবা একজনের হক অন্যজনের নিকট চলে যোতে পারে।
(৪)
যদি কোনো বোনের নামে তার বাবা জমি রেজিস্ট্রি করে রাখে ( ব্যবসায়িক উদ্দেশ্যে নয়,উত্তরাধিকারসূত্রে পাওয়া)কিন্তু পুরোপুরি মালিকানা হস্তান্তর না করে, সেক্ষেত্রে তার ওপর যাকাত বা কুরবানী আসবে না।এক্ষেত্রে ঐ সম্মত্তি পিতার নেসাবের অন্তর্ভুক্ত হয়ে পিতার উপর কুরবানি বা যাকাত আসবে।যদি সম্পদ নেসাব পরিমাণ হয়।
(৫)
যেহেতু তখনকার ৫০,০০০ হাজার টাকা বর্তমান সময়ের ৬৭ হাজরেরও উপরে। অর্থাৎ এক তৃতীয়াংশেরও বেশী রদবদল হয়ে গেছে । তাই স্বামী স্ত্রী তারা দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সামনে রেখে মধ্যবর্তী সিদ্ধান্তে পৌছবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/7485